পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে প্রথম হয়ে দিল্লির লড়াইয়ে মালদার মেয়ে, 2 টাকায় দেশজয়ের স্বপ্নে উড়ান শুরু পাখির - রাজ্যে প্রথম

Malda woman Shines with her embroidery skills: তাঁর এমব্রয়ডারি করা ওড়না জেলা ও রাজ্যে প্রথম হয়ে এ বার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ৷ শুরুটা হয়েছিল দু'টাকা দিয়ে ৷ এ বার তাই দিয়েই দেশজয়ের স্বপ্নে উড়ান শুরু করল মালদার পাখি হালদার ৷

Malda woman Shines with her embroidery skills
2 টাকায় দেশজয়ের স্বপ্নে উড়ান শুরু পাখির

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 9:41 AM IST

Updated : Dec 7, 2023, 10:10 AM IST

2 টাকায় দেশজয়ের স্বপ্নে উড়ান শুরু পাখির

মালদা, 5 ডিসেম্বর: দু’টাকাতেই দেশ জয়ের উড়ান মালদার পাখির ৷ ইতিমধ্যে সেই দু’টাকার শিল্পে মজেছে মালদা থেকে শুরু করে রাজ্যের মানুষ ৷ এ বার দেশবাসীর সামনে তাঁর শিল্পের নমুনা মেলে ধরতে চান পাখি ৷ তাঁর সাফল্য কামনা করছেন প্রশিক্ষক থেকে শুরু করে সরকারি কর্তারাও ৷

পুরো নাম পাখি হালদার ৷ বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের পাবনা পাড়ায় ৷ বাবা নারায়ণ হালদার মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে ৷ এই মুহূর্তে বৃদ্ধা মা আর ছোট ভাই দীপঙ্করকে নিয়ে সংসার বছর পঁয়ত্রিশের পাখির ৷ নিতান্তই অভাবি সংসার ৷ বাবার মৃত্যুর পর চোখে অন্ধকার দেখেছিলেন তিনি ৷ সংসারের দিকে তাকিয়ে শহরের একটি লেডিজ বিউটি পার্লারে কাজ শুরু করেন ৷ একসময় নিজেই বিউটি পার্লার খোলার সিদ্ধান্ত নেন ৷ সেই কাজের শংসাপত্র পেতে মালদা শহরের কৃষ্ণকালীতলা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণে যোগ দেন তিনি ৷ সেখানে একাধিক বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হয় ৷ অনেকেই ওই সেন্টারে এমব্রয়ডারির কাজ শিখতে আসতেন ৷ সূচিশিল্প শেখার আগ্রহ জন্মায় পাখিরও ৷ শুরু হয় তাঁর প্রশিক্ষণ ৷

একসময় জেলা শিল্পকেন্দ্রে তাঁর নাম নথিভুক্ত হয় ৷ গত আট নভেম্বর রাজ্য সরকারের উদ্যোগে মালদা জেলা শিল্পকেন্দ্রে হস্তশিল্পের প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ সেখানে পাখির সূঁচে সেজে ওঠা একটি ওড়না প্রথম স্থান অধিকার করে ৷ এরপর গত 21 তারিখ থেকে কলকাতার ইকো পার্কে অনুষ্ঠিত রাজ্যস্তরের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতাতেও তাঁর ওড়না প্রথম স্থান পায় ৷ এ বার তাঁর এই সৃষ্টি অংশ নেবে দিল্লিতে আয়োজিত জাতীয় হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় ৷

ইটিভি ভারতকে পাখি জানান, “মালদা আর কলকাতায় প্রথম হয়ে আমি ভীষণ আনন্দিত ৷ যদি দিল্লিতে আমার শিল্পকর্ম কোনও স্থান পায়, আমি সেই আনন্দ কোথায় রাখব জানি না ৷ তবে এখানেই থেমে থাকতে চাই না ৷ তাই এখন থেকেই আমি আগামী বছরের প্রতিযোগিতার জন্য একটি শাড়িতে নকশা তৈরির কাজ শুরু করেছি ৷ ছোটবেলায় বাড়িতে মা-ঠাকুমাকে সেলাই করতে দেখেছি ৷ তখন খুব একটা আগ্রহ ছিল না ৷ আমরা গরিব মানুষ ৷ বাবা মারা যাওয়ার পর প্রবল আর্থিক সংকটে পড়ে যাই ৷ নিজে একটি বিউটি পার্লার করার সিদ্ধান্ত নিই ৷ কিন্তু তার জন্য একটা সার্টিফিকেট প্রয়োজন ৷ তখনই কৃষ্ণকালীতলা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নাম জানতে পারি ৷ সেখানে বিউটিশিয়ানের ট্রেনিং নিতে শুরু করি ৷ সেখানে অনেকে সূচিশিল্পের কাজও শিখতে আসত ৷ তখনই আমার এই শিল্পের প্রতি আগ্রহ তৈরি হয় ৷ সেটা 2017 সাল ৷ আমি সেলাই শিখতে শুরু করি ৷ 2019 সাল থেকে আমি জেলা শিল্পকেন্দ্র আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করি ৷ কিন্তু কখনও কোনও স্থান অর্জন করতে পারিনি ৷ এ বারই প্রথম আমি কোনও স্থান পেয়েছি ৷ প্রথমবারেই প্রথম ৷ রাজ্যতেও তাই ৷ এই আনন্দ বলে বোঝানো যায় না ৷”

কৃষ্ণকালীতলা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সম্পাদক সুমিত্রা হালদার বলেন, “পাখির সাফল্যে আমরা খুব খুশি ৷ এটা শুধু ওর সাফল্য নয়, মালদার মুকুটে একটা নতুন পালক ৷ পাখির মতো অনেকেই এখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন ৷ গরিব ঘরের মেয়েদের আমরা বিনামূল্যেও প্রশিক্ষণ দিই ৷”

পাখির সাফল্যে খুশি মালদা জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডলও ৷ দফতরের কাজে এই মুহূর্তে তিনি শিলিগুড়িতে ৷ ফোনে ইটিভি ভারতকে জানালেন, “এ বার জেলা থেকে তিনজন প্রতিযোগী রাজ্য স্তরের প্রতিযোগিতায় গিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে পাখি হালদার প্রথম পুরস্কার পেয়েছেন ৷ বাকি দু’জনও বিশেষ পুরস্কার লাভ করেছেন ৷ তাঁদের সাফল্যে আমরা ভীষণ খুশি ৷ তবে বাকি দু’জনও কোনও স্থান অধিকার করলে আমরা আরও খুশি হতাম ৷ এ বার পাখি হালদার জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ দফতরের তরফে আমরা তাঁর সাফল্য কামনা করছি ৷”

আরও পড়ুন:

  1. লটারিতে কোটিপতি, আব্বার স্বপ্ন পূরণ করতে চান ফিরোজ
  2. মস্তিষ্ককে সুস্থ ও সক্রিয় করতে চান ? তাহলে এই টিপস আপনার জন্য সহায়ক হবে
  3. সমস্যা বাড়াচ্ছে উচ্চ রক্তচাপ, এই খাবারেই হাতে থাকবে বিপি
Last Updated : Dec 7, 2023, 10:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details