মালদা, 15 মার্চ : মালদা পলিটেকনিকের এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ প্রেমঘটিত কারণেই আত্মহত্যা বলে অনুমান অভিভাবকদের । করতে বাধ্য হয়েছে ওই ছাত্র ৷ ছাত্রের সোশ্যাল মিডিয়া ওয়ালে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করেছেন তাঁরা । এই নিয়ে যথাযথ পুলিশি তদন্তের দাবি তুলেছেন অভিভাবকেরা ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷
মালদা পলিটেকনিকের ফুড প্রসেসিং বিভাগে প্রথম বর্ষের ছাত্র অরূপ দাস (18) ইংরেজবাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পুড়াটুলির রাজা শরৎচন্দ্র রোডের বাসিন্দা ৷ বাবা সমীর দাস পেশায় আলমারি মিস্ত্রি ৷ অরূপই বাড়ির বড় ছেলে ছিল । গতকাল রাতের খাবার খেয়ে দোতলায় নিজের ঘরে ঘুমোতে যায় অরূপ ৷ এরপরই আজ সকালে ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ এরপরই বন্ধুদের মারফৎ জানতে পারা যায়, গতকাল নিজের ফেসবুক ওয়াল ও হোয়াটসঅ্যাপে প্রেমঘটিত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তিনি ৷ পারিবারিক সূত্রে জানা গেছে, এলাকার একটি মেয়ের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অরূপ ৷ সম্প্রতি তাঁদের সম্পর্কে কোনও সমস্যা দেখা গিয়েছিল বলে দাবি পরিবারের ৷