পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Unnatural Death: মদ কেনার টাকা দেননি ছটব্রতী স্ত্রী, অভিমানে আত্মঘাতী স্বামী ! - Unnatural Death

পুরাতন মালদা পৌরসভার নবাবগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য (Malda Unnatural Death) ৷ জানা গিয়েছে, ছটপুজোর (Chhath Puja) ব্রতী স্ত্রী তাঁকে মদ্যপানের টাকা না দেওয়ায়, তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে (Man Hanging Body Recovers in Old Malda) ৷

Man Hanging Body Recovers in Old Malda While His Wife Refuse to Gives Money for Alcohol
Man Hanging Body Recovers in Old Malda While His Wife Refuse to Gives Money for Alcohol

By

Published : Oct 31, 2022, 3:52 PM IST

মালদা, 31 অক্টোবর: মদ্যপানের জন্য স্ত্রী'র কাছে টাকা চেয়েছিলেন ৷ কিন্তু, ছটব্রতী স্ত্রী স্বামীকে মদ্যপান করতে দিতে চাননি বলে টাকাও দেননি ৷ আর তার জেরেই এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে খবর ৷ মৃতের নাম সন্তোষ প্রামাণিক ৷ বয়স 48 বছর ৷ স্ত্রী ও মা ছটপুজোয় ব্যস্ত থাকার সময় তিনি গলায় ফাঁস দেন বলে জানা গিয়েছে ৷ তবে, ক্যামেরার সামনে এ নিয়ে কেউই এ নিয়ে মুখ খুলতে চাননি ৷ মুখে কুলুপ এঁটেছেন মৃতের পরিবারের সদস্যরাও ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় (Man Hanging Body Recovers in Old Malda) ৷

জানা গিয়েছে, নবাবগঞ্জে তাঁর সেলুন রয়েছে ৷ বাবা উমাশংকর প্রামাণিকের মৃত্যুর পর তিনিই সেই সেলুন চালাতেন ৷ গতকাল রাতে ওই সেলুনের ভিতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে মালদা থানার পুলিশ ৷ আজ দেহের ময়নাতদন্ত করা হবে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষ প্রামাণিকের বাড়িতে তাঁর স্ত্রী সুচিত্রা প্রামাণিক, এক ছেলে অঙ্কুশ আর বিধবা মা বেচনি প্রামাণিক থাকেন ৷ 13 বছরের অঙ্কুশ স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ৷

পুলিশ সূত্রে খবর, সন্তোষ প্রামাণিকের মাত্রাতিরিক্ত মদ্যপানের নেশা ছিল ৷ প্রায়দিনই সকাল থেকে মদ্যপান করতেন তিনি ৷ দিনভর দফায় দফায় চলত তাঁর নেশা ৷ গতকালও সকাল থেকে তিনি মদ্যপান শুরু করেন ৷ এদিকে তাঁর মা ও স্ত্রী দু’জনেই ছটপুজোর (Chhath Puja) ব্রত করেছিলেন ৷ বিকেলে তিনি মদ কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চান ৷ যদিও, তাঁকে টাকা দেননি সুচিত্রা প্রামাণিক ৷ বিকেলে শাশুড়িকে নিয়ে তিনি মহানন্দার ঘাটে ছটপুজো দিতে চলে যান ৷ সন্ধেয় ঘাট থেকে বাড়ি ফিরে স্বামীকে দেখতে না-পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন ৷ শেষে রাতে সেলুনের ভিতর থেকে সন্তোষবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷

মদ কেনার টাকা দেননি ছটব্রতী স্ত্রী, অভিমানে আত্মঘাতী স্বামী !

আরও পড়ুন:ছটপুজোয় অনুষ্ঠান মঞ্চ ভেঙে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেলেন জুন মালিয়া

স্থানীয় কাউন্সিলর তপন চক্রবর্তী জানান, “ঘটনাটি মর্মান্তিক ৷ ছটপুজো উপলক্ষে আমরা রাত পর্যন্ত নদীর ঘাটে ছিলাম ৷ সেখানেই আমরা খবর পাই, সন্তোষ প্রামাণিকের ঝুলন্ত দেহ তাঁর সেলুন থেকেই উদ্ধার হয়েছে ৷ সেই খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি ৷ কিছুক্ষণের মধ্যে পুলিশও সেখানে চলে আসে ৷ পুলিশের তরফে দেহটি উদ্ধার করা হয়েছে ৷ কী কারণে এমন ঘটনা ঘটল, তা আমরা কেউ বুঝতে পারছি না ৷’’ মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ অভিযোগ দায়ের হলে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details