মালদা, 27 ডিসেম্বর: যুগের পরিবর্তন হয়েছে । বদলেছে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মাধ্যমও । এক সময় নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বাধ্যতামূলক ছিল গ্রিটিংস কার্ড (Greeting Cards) । তবে ইন্টারনেটের এই যুগে সেই জায়গা দখল করেছে সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়ার দাপটে হারাতে বসেছে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব ।
এক সময় নতুন বছর, জন্মদিনে শুভেচ্ছা জানানোর অন্যতম মাধ্যম ছিল গ্রিটিংস কার্ড । পড়ুয়াদের মধ্যে এই গ্রিটিংস কার্ড নিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল । কিন্তু এখন আর সেই চল নেই । ইন্টারনেটের যুগে সেই জায়গা নিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া (Greetings Messages on Social Media)। স্বভাবতই একাধিক গ্রিটিংস কার্ডের দোকান কার্ড বিক্রিও বন্ধ করে দিয়ছে ।
মালদার এক কার্ড ব্যবসায়ী অমিত্রজিৎ কুণ্ডু বলেন, "আগে সারা বছর ধরে গ্রিটিংস কার্ডের চাহিদা ছিল (Malda News)। এখন সোশ্যাল মিডিয়ায় ঘনঘটা গ্রিটিংস কার্ডের প্রচলন কেড়ে নিয়েছে । পুরোনো প্রজন্মের দু’একজন এসে গ্রিটিংস কার্ড নিলেও নতুন প্রজন্মের কাছে গ্রিটিংস কার্ড নিয়ে কোনো উৎসাহ নেই । নতুন প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানাচ্ছে । গত 10 বছরে কার্ডের চাহিদা 10 গুণ কমেছে । তবে এবছর আমরা কিছু কার্ড স্টক করেছি । কিন্তু এখনও সেভাবে কার্ড বিক্রি হয়নি ।"