পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Greeting Cards: সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা, অস্তিত্ব সংকটে গ্রিটিংস কার্ড - সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা

সোশ্যাল মিডিয়ার দাপটে কমেছে গ্রিটিংস কার্ডের চাহিদা (Existential Crisis of Greetings Cards)৷ বর্তমান প্রজন্ম নববর্ষের শুভেচ্ছা জন্য কার্ড কেনে না ৷ তাই দোকানের তাকে সাজানো থাকে কার্ড ৷ বিক্রিও হয় না ৷ ক্ষতির শিকার ব্যবাসীয়রা ৷

Etv Bharat
অস্তিত্ব সংকটে গ্রিটিংস কার্ড

By

Published : Dec 27, 2022, 9:27 PM IST

অস্তিত্ব সংকটে গ্রিটিংস কার্ড

মালদা, 27 ডিসেম্বর: যুগের পরিবর্তন হয়েছে । বদলেছে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মাধ্যমও । এক সময় নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বাধ্যতামূলক ছিল গ্রিটিংস কার্ড (Greeting Cards) । তবে ইন্টারনেটের এই যুগে সেই জায়গা দখল করেছে সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়ার দাপটে হারাতে বসেছে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব ।

এক সময় নতুন বছর, জন্মদিনে শুভেচ্ছা জানানোর অন্যতম মাধ্যম ছিল গ্রিটিংস কার্ড । পড়ুয়াদের মধ্যে এই গ্রিটিংস কার্ড নিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল । কিন্তু এখন আর সেই চল নেই । ইন্টারনেটের যুগে সেই জায়গা নিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া (Greetings Messages on Social Media)। স্বভাবতই একাধিক গ্রিটিংস কার্ডের দোকান কার্ড বিক্রিও বন্ধ করে দিয়ছে ।

মালদার এক কার্ড ব্যবসায়ী অমিত্রজিৎ কুণ্ডু বলেন, "আগে সারা বছর ধরে গ্রিটিংস কার্ডের চাহিদা ছিল (Malda News)। এখন সোশ্যাল মিডিয়ায় ঘনঘটা গ্রিটিংস কার্ডের প্রচলন কেড়ে নিয়েছে । পুরোনো প্রজন্মের দু’একজন এসে গ্রিটিংস কার্ড নিলেও নতুন প্রজন্মের কাছে গ্রিটিংস কার্ড নিয়ে কোনো উৎসাহ নেই । নতুন প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানাচ্ছে । গত 10 বছরে কার্ডের চাহিদা 10 গুণ কমেছে । তবে এবছর আমরা কিছু কার্ড স্টক করেছি । কিন্তু এখনও সেভাবে কার্ড বিক্রি হয়নি ।"

আরও পড়ুন: শিলিগুড়িতে করোনায় সংক্রমিত 3 বছরের শিশু, নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে

স্থানীয় আর এক ব্যাবসায়ী শ্যামল ঘোষ, যিনি লাভের মুখ না-দেখতে পেয়ে কার্ড বিক্রি বন্ধ করে দিয়েছেন ৷ এক কথায় আক্ষেপের সুরেই তিনি বলেন, "আগে গ্রিটিংস কার্ড বিক্রি করতাম । কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে গ্রিটিংস কার্ডের চাহিদা নেই । সেই কারণে আর গ্রিটিংস কার্ডের ব্যবসা করি না । গ্রিটিংস কার্ডের চাহিদা আগের মতো থাকলে আমাদের মতো ব্যবসায়ীরা খানিকটা লাভের মুখ দেখতে পেত ।"

নববর্ষের কার্ডের চাহিদা যে কমেছে তা স্বীকার করে নিয়েছেন বর্তমান প্রজন্মের এক যুবক অনিকেত সরকার ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "নতুন বছরের শুভেচ্ছা জানানো মানেই বন্ধু, শিক্ষক, পরিবারের লোকজনদের কার্ড দেওয়া । কার্ডে প্রতি বন্ধুর জন্য আলাদা আলাদা বার্তা । সেই সময় তো কে কটা গ্রিটিংস কার্ড পেল, তা নিয়েও বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা চলত । তবে এখন সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানানো যাচ্ছে (Social Media) । আগের মতো এখনও নতুন বছরের শুভেচ্ছা জানাই, তবে তা সোশ্যাল মিডিয়ায় । এতে সময়ও অনেকটা বেঁচে যায় ।”

ABOUT THE AUTHOR

...view details