পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Government Employee Strike : বিরোধীদের কাজ দেওয়া যাবে না, সরকারি কর্মীদের পিস্তল দেখিয়ে হুমকির প্রতিবাদে কর্মবিরতি - govt employees are on strike in response to alleged threats at gunpoint by goons

বিরোধীদের একশো দিনের প্রকল্পে কাজ দেওয়া যাবে না ৷ তিনজন দুষ্কৃতী পিস্তল দেখিয়ে মালদার রতুয়া-1 ব্লকের চাঁদমুণি-2 গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিকে হুমকি দেয় বলে অভিযোগ ৷ তার প্রতিবাদে শুরু কর্মবিরতি (Malda Government Employee Strike) ৷

govt employees are on strike in response to alleged threats at gunpoint by goons
Malda Government Employee Strike : বিরোধীদের কাজ দেওয়া যাবে না, সরকারি কর্মীদের পিস্তল দেখিয়ে হুমকির প্রতিবাদে কর্মবিরতি

By

Published : Dec 30, 2021, 10:22 PM IST

মালদা, 30 ডিসেম্বর : কাজ পাবেন শুধুই শাসকদলের সদস্যরা । বিরোধীদের কোনও কাজ দেওয়া যাবে না । এই দাবিতে মালদার রতুয়া-1 ব্লকের চাঁদমুণি-2 গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিকে পিস্তল হাতে হুমকি দেখায় তিন দুষ্কৃতী । শুধু হুমকি দেওয়াই নয়, তারা টেবিলের কাচও ভেঙে ফেলে বলে অভিযোগ (govt employees are on strike in response to alleged threats at gunpoint by goons) । এর প্রতিবাদে আজ থেকে ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতেই কর্মবিরতি শুরু করেছেন সরকারি কর্মীরা । নিরাপত্তার দাবিতে আজ তাঁরা বিডিওকে ডেপুটেশনও দিয়েছেন । তাঁদের সাফ কথা, যতক্ষণ না প্রশাসন তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করবে, ততক্ষণ তাঁরা কাজে যোগ দিতে পারবেন না । তাঁদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন । নানা কাজে পঞ্চায়েত দফতরে এসেও ফিরে যেতে হচ্ছে তাঁদের ।

চাঁদমুণি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামশুল হক আজ বলেন, “গতকাল সময়মতোই আমি দফতরে যাই । নিজের ঘরে এক কর্মীর সঙ্গে আলোচনা করছিলাম । সেই সময় তিন দুষ্কৃতী দফতরের বিভিন্ন দরজায় লাথি মারতে মারতে আমার ঘরে ঢোকে । তারা জানতে চায়, চারটি সংসদে 100 দিনের কাজ দিচ্ছে, তা জানতে চায় । এভাবে তারা দু’বার আমার ঘরে আসে এবং বেরিয়ে যায় । তৃতীয়বার তারা প্রধান ও উপপ্রধানের স্বামীর উপস্থিতিতে ফের আমার ঘরে ঢোকে ।’’

তিনি আরও বলেন, ‘‘ওই তিন দুষ্কৃতীর দাবি, ওই সংসদগুলিতে বিরোধীদের কোনও কাজ দেওয়া যাবে না । দুষ্কৃতীদের মুখ আমার চেনা । তারা প্রথমে টেবিলের কাচ ভাঙে, কম্পিউটারে লাথি মারতে থাকে, তারপরেই তারা পিস্তল বের করে আমার সহকর্মীর দিকে তাক করে হুমকি দেয় । এই ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । এভাবে কাজ করা যায় না । বিডিওর কাছে আমরা নিরাপত্তার দাবি জানিয়েছি । ঘটনার প্রতিবাদে আজ ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতেই কাজ বন্ধ রেখেছি আমরা । যতক্ষণ না আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ 10টি পঞ্চায়েতেই তালা ঝুলবে ।”

ওই পঞ্চায়েতের কর্মী সাদিকুল ইসলাম বলেন, “ওই তিন দুষ্কৃতীই মদ্যপ অবস্থায় ছিল । তারা শাসকদলের কর্মী হিসাবে এলাকায় পরিচিত । এর আগেও তারা এভাবে পঞ্চায়েত দফতরে ঝামেলা পাকিয়েছিল । গতকাল তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাদের হুমকি দেয়। তাদের দাবি, বিরোধীদের 100 দিন কাজ প্রকল্পে কোনও কাজ দেওয়া যাবে না । আমরা তাদের প্রধানের সঙ্গে কথা বলতে বলি । কিন্তু তারা প্রধানের সামনেই আমাদের হুমকি দিয়েছে । এই ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । আজ বিডিওর কাছে নিজেদের নিরাপত্তার দাবি জানাতে এসেছি । তিনি সেই ব্যবস্থা নিলে আমরা ফের কাজ করব । নয়তো পঞ্চায়েতে যাব না ।”

আরও পড়ুন :Part time health Workers protest in Malda : সরকারি নির্দেশিকার পরেও পুনর্বহাল করা হয়নি, আন্দোলনের পথে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা

এব্যাপারে বিডিও রাকেশ টোপ্পো বলেন, “গতকাল চাঁদমুণি-2 গ্রাম পঞ্চায়েতে কিছু সমস্যা হয়েছে । কর্মীরা জানিয়েছেন, গতকাল বাইরে থেকে কিছু লোকজন এসে তাঁদের হুমকি দিয়েছেন । তাঁরা আমার কাছে নিরাপত্তা দাবি করেছেন । আমি দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসে গোটা ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব । কর্মীরা যাতে নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন, তা অবশ্যই দেখা হবে ।”

ABOUT THE AUTHOR

...view details