পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guv Visits Malda: মালদায় গেলেন রাজ্যপাল, দেখা করবেন মিজোরামে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে - Mizoram Bridge Mishap

Governor C V Ananda Bose Visits Malda: মালদায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি দেখা করতে পারেন মিজোরামে সেতু ভেঙে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে ৷

Guv Visits Malda
মালদায় রাজ্যপাল

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 12:17 PM IST

Updated : Aug 25, 2023, 12:40 PM IST

মালদা, 25 অগস্ট: শুক্রবারই মিজোরাম থেকে জেলায় ফিরে আসছে নির্মীয়মাণ রেলসেতু দুর্ঘটনায় মৃত মালদার 18 শ্রমিকের মৃতদেহ । তার আগে জেলায় পা রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জানা যাচ্ছে, তিনি মৃত শ্রমিকদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে পারেন । যদিও সরকারিভাবে তাঁর সফরসূচি নিয়ে এখনও কিছু জানানো হয়নি ।

বৃহস্পতিবার রাতে মালদার জেলাশাসককে পাঠানো রাজ্যপালের এডিসি মণীশ যোশির ই-মেল বার্তায় জানানো হয়েছে, রাজ্যপাল আজ হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা যাচ্ছেন । মালদা টাউন স্টেশন থেকে তিনি সার্কিট হাউসে পৌঁছবেন । সেখানে বিশ্রাম নিয়ে তিনি স্থানীয় কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন । অনুষ্ঠান শেষে তিনি সার্কিট হাউসে যাবেন । বিকেল 5টা 53 মিনিটে তিনি ফের বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশে রওনা দেবেন ।

ওই মেইল বার্তায় রাজ্যপালের স্থানীয় অনুষ্ঠানের বিষয়ে কিছু জানানো হয়নি । তবে প্রশাসনিক সূত্রে খবর, মিজোরামে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতেই রাজ্যপাল আজ মালদায় এসেছেন ।

আরও পড়ুন:বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি, হাওড়া স্টেশনে এক ঘণ্টা অপেক্ষায় রাজ্যপাল !

যান্ত্রিক ত্রুটির জন্য আজ নির্দিষ্ট সময়ে হাওড়া থেকে ছাড়েনি বন্দে ভারত এক্সপ্রেস । সাধারণ যাত্রীদের সঙ্গে আটকে পড়েন রাজ্যপালও সিভি আনন্দ বোসও । দীর্ঘক্ষণ পর যুবা এক্সপ্রেসের একটি বাতানুকূল রেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের বসানো হয় । ওই ট্রেনে চাপেন রাজ্যপালও । শেষ পর্যন্ত বেলা 11টা 41 মিনিটে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছয় সেই ট্রেন ।

দেরি হয়ে যাওয়ায় আর সার্কিট হাউসে না গিয়ে স্টেশনেরই ভিআইপি লাউঞ্জে সামান্য বিশ্রাম নেন রাজ্যপাল ৷ এরপর সেখান থেকে মৃত শ্রমিকদের বাড়ির দিকে রওনা দেন রাজ্যের সাংবিধানিক প্রধান । তবে দুপুর পর্যন্ত মৃতদেহবাহী অ্যাম্বুল্যান্স জেলায় এসে পৌঁছয়নি । প্রবল বৃষ্টি এবং রাস্তা খারাপ হওয়ার জন্যই এই দেরি বলে জানা গিয়েছে । অনুমান করা হচ্ছে, শববাহী অ্যাম্বুল্যান্সগুলি মালদায় পৌঁছতে রাত হয়ে যাবে ।

Last Updated : Aug 25, 2023, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details