মালদা, 25 অগস্ট: শুক্রবারই মিজোরাম থেকে জেলায় ফিরে আসছে নির্মীয়মাণ রেলসেতু দুর্ঘটনায় মৃত মালদার 18 শ্রমিকের মৃতদেহ । তার আগে জেলায় পা রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জানা যাচ্ছে, তিনি মৃত শ্রমিকদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে পারেন । যদিও সরকারিভাবে তাঁর সফরসূচি নিয়ে এখনও কিছু জানানো হয়নি ।
বৃহস্পতিবার রাতে মালদার জেলাশাসককে পাঠানো রাজ্যপালের এডিসি মণীশ যোশির ই-মেল বার্তায় জানানো হয়েছে, রাজ্যপাল আজ হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদা যাচ্ছেন । মালদা টাউন স্টেশন থেকে তিনি সার্কিট হাউসে পৌঁছবেন । সেখানে বিশ্রাম নিয়ে তিনি স্থানীয় কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন । অনুষ্ঠান শেষে তিনি সার্কিট হাউসে যাবেন । বিকেল 5টা 53 মিনিটে তিনি ফের বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশে রওনা দেবেন ।
ওই মেইল বার্তায় রাজ্যপালের স্থানীয় অনুষ্ঠানের বিষয়ে কিছু জানানো হয়নি । তবে প্রশাসনিক সূত্রে খবর, মিজোরামে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতেই রাজ্যপাল আজ মালদায় এসেছেন ।