মালদা, 5 এপ্রিল: কোরোনা মোকাবিলায় মালদা শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ় করার কাজ চলছে । আজ ইংরেজবাজার পৌরসভার বেশ কিছু সরকারি দপ্তর জীবাণুমুক্ত করার কাজ করল দমকল বাহিনী । পাশাপাশি পৌরসভার 13 নম্বর ওয়ার্ড স্যানিটাইজ় করা হয়েছে ।
মালদায় সরকারি দপ্তর, ব্যাঙ্ক স্যানিটাইজ় করল দমকল বাহিনী
জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলরদের এই উদ্যোগে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরবাসী।
আজ সকালে মালদা শহরের নর্থ বেঙ্গল ইরিগেশন প্ল্যানিং ডিভিশন, ইনকাম ট্যাক্স অফিস, ফুড সাপ্লাই অফিস, সার্ভে অব ইন্ডিয়া, NCC সহ মালদা শহরের বেশ কিছু ব্যাঙ্ক ও ইংরেজবাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ড স্যানিটাইজ় করা হয় । জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলরদের এই উদ্যোগে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরবাসী।
এই বিষয়ে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, "দেশজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । আক্রান্তের সংখ্যা বাড়ছে এ রাজ্যেও । এই পরিস্থিতিতে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়ছেন । আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি । ইতিমধ্যেই এলাকায় খাদ্যসামগ্রী বিলি হয়েছে । আজ এলাকা জীবাণুমুক্ত করার কাজ হয়েছে । গোটা এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে । লকডাউন চলাকালীন এলাকার প্রতিটি মানুষকে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে ।"