মুখ্যমন্ত্রীর সামনেই শিক্ষা সচিবের ত্রুটি ধরিয়ে দিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য - Gourbanga University VC protests at administrative meeting
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় যখন পুলিশ ও প্রশাসনের সবাই রাজ্যের প্রশাসনিক প্রধানের কথা মেনে নিতেই ব্যস্ত, ঠিক তখনই খানিকটা প্রতিবাদের ভাষা শোনা গেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গলায় ৷ মুখ্যমন্ত্রীর সামনেই শিক্ষা সচিবের ত্রুটি ধরিয়ে দিলেন তিনি ৷ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ছাত্র ভরতি প্রসঙ্গে শিক্ষা সচিব রিপোর্ট পাননি বলে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেন ৷ সচিবের মুখে সেকথা শুনেই উপাচার্য সাফ জানিয়ে দেন, তিনি সময়মতো সমস্ত রিপোর্ট পাঠিয়েছেন ৷ তার প্রমাণও তাঁর কাছে রয়েছে৷ এবিষয়ে যদি শিক্ষা সচিবের জানা না থাকে, তবে তাঁর কিছু করার নেই ৷
প্রশাসনিক সভায় প্রতিবাদী উপাচার্য
মালদা, ১৯ নভেম্বর : সাধারণত, রাজ্যের প্রশাসনিক প্রধানের সভায় পুলিশ কিংবা প্রশাসনের কর্তারা মুখ বন্ধ রাখাই শ্রেয় মনে করেন ৷ মুখ্যমন্ত্রীর মুখের উপর কথা বলার সাহস দেখান না কেউই ৷ কিন্তু, মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে দেখা গেল ভিন্ন ছবি ৷ এর কেন্দ্রে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন ৷ তিনি কার্যত মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজকর্ম নিয়ে গতকাল প্রশ্ন তোলেন ৷