পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আটকে গেল সমস্ত কর্মীদের বেতন

আটকে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রায় 10 জন আধিকারিক, 90 জন অধ্যাপক-অধ্যাপিকা এবং ১৩৮ জন অশিক্ষক কর্মীর বেতন ৷ এর মধ্যে রয়েছেন আন্দোলনকারী অশিক্ষক ও অস্থায়ী কর্মীরাও ৷

By

Published : Dec 2, 2019, 10:08 PM IST

Gour Banga University
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি

মালদা, 2 ডিসেম্বর: অস্থায়ী কর্মীদের লাগাতার কর্মবিরতির জেরে আটকে গেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মীদের বেতন ৷ এই অচলাবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ফিনান্স অফিসার পদত্যাগ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে ৷ এদিকে আজ আধিকারিকদের কাউকে বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি ৷ অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাধিক অফিসের তালা খোলেননি আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা ৷

তিন দফা দাবি নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের আন্দোলন আজ 12 দিনে পড়ল ৷ এই আন্দোলন চলাকালীন পদত্যাগ করেছেন উপাচার্য ৷ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারও ৷ আজ ইন্সপেক্টর অফ কলেজেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসাররা বিশ্ববিদ্যালয়ে এলেও তাঁদের দপ্তরের তালা না খোলায় কাজ করতে পারেননি ৷ এদিকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদেরও ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন পড়ুয়ারা...

এই পরিস্থিতিতে গত শুক্রবার সন্ধ্যায় উপাচার্যের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত ফিনান্স অফিসার ভাস্কর বাগচি ৷ আজ তিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি ৷ তাঁর অবর্তমানে আটকে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রায় 10 জন আধিকারিক, 90 জন অধ্যাপক-অধ্যাপিকা এবং ১৩৮ জন অশিক্ষক কর্মীর বেতন ৷ এর মধ্যে রয়েছেন আন্দোলনকারী অশিক্ষক অস্থায়ী কর্মীরাও ৷ ভাস্করবাবু ত বৃহস্পতিবার আন্দোলনকারী অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলেন ৷ কিন্তু সেই সময় আন্দোলকারী অস্থায়ী কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ৷ এরপর ভাস্করবাবু অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান তিনি ৷

এরপরই ভাস্করবাবু তাঁর পদত্যাগ পত্র ই-মেল করে পাঠিয়ে দেন উপাচার্যের কাছে ৷ আজ একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি ভাস্করবাবু ৷ ফোন না ধরায় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

উত্তর দিনাজপুরের ইটাহার থানার বীরনগর থেকে আজ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন মোস্তাফিজুর রহমান ৷ তিনি বলেন, "রেজিস্ট্রেশনের জন্য আমি বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম ৷ রেজিস্ট্রারের দপ্তরে তালা ৷ রেজিস্ট্রার কিংবা ডেপুটি রেজিস্ট্রার কেউ নেই ৷ এর আগেও একদিন এসেছিলাম ৷ কিন্তু অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জন্য কাজ হয়নি ৷ আজও একই দশা ৷ এদিকে আগামীকাল রেজিস্ট্রেশনের শেষ দিন ৷ কী হবে, জানি না ৷" রায়গঞ্জের বাসিন্দা তাজমিনার সরকার বলেন, "আগামী 9 ডিসেম্বর আমার B.Ed-এর পরীক্ষা ৷ তার আগে আমাকে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিতে হবে ৷ তা না হলে আমি পরীক্ষা দিতে পারব না ৷ কিন্তু আজ এসে দেখছি সব জায়গায় তালা ৷ এর আগেও একদিন ঘুরে গেছি ৷ এখন আমাদের কী হবে জানি না৷"

এই সম্পর্কিত আরও খবর : স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে কর্মবিরতি শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের
সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি শুভায়ু দাস বলেন, "ন্যূনতম কয়েকটি দাবিতে আমাদের কর্মবিরতি আজ 12 দিনে পড়ল ৷ কিন্তু আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি ৷ আর বেতনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার দেখেন ৷ এখানে আমরাই সবচেয়ে কম মাইনে পাই ৷ ফলে বেতন না হওয়ায় আমরাও সমস্যায় পড়েছি ৷ কী কারণে মাইনে আটকে গেল, তা ফিনান্স অফিসারই বলতে পারবেন ৷ আমাদের আন্দোলনের জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইনে আটকে দিয়েছে কিনা তা আমাদের জানা নেই ৷ তবে পড়ুয়াদের জন্য আমরা হেল্প ডেস্ক তৈরি করেছি ৷ পড়ুয়ারা কোথা থেকে মাইগ্রেশন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্রবেশনাল সার্টিফিকেট পাবেন, স্কলারশিপ কোথা থেকে দেওয়া হচ্ছে, কীভাবে তা পাওয়া যাবে, সেসব আমরা ছাত্রছাত্রীদের জানিয়ে দিচ্ছি ৷ কিন্তু আধিকারিকরাই যদি অনুপস্থিত থাকেন, তবে আমরা আর কী করতে পারি ? 20 নভেম্বর আমরা শেষবারের জন্য উপাচার্যের সঙ্গে কথা বলি ৷ তারপর তিনি পদত্যাগ করেন ৷ গত বৃহস্পতিবার শেষবার রেজিস্ট্রারের সঙ্গে আমাদের দেখা হয় ৷ তারপর থেকে তিনি নিখোঁজ ৷ আজ আবার ফিনান্স অফিসারকেও দেখা যাচ্ছে না ৷"

ABOUT THE AUTHOR

...view details