মালদা, 6 নভেম্বর: লাইনচ্যুত হয়ে উলটে গেল মালগাড়ির দু'টি বগি ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের হরিশ্চন্দ্রপুর স্টেশনে ৷ সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ ট্রেন চলাচলও সেভাবে ব্যাহত হয়নি ৷ খবর পেয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি ফাঁকা করে লাইন থেকে সরানোর কাজ চলছে ৷ তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেল আধিকারিকরা ৷ তাঁদের বক্তব্য, ওই সময় কোনও যাত্রীবাহী ট্রেন পাশের ট্র্যাক দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷
জানা গিয়েছে, বিহারের পাকুড় থেকে কিছু বগিতে পাথর বোঝাই করে মালগাড়িটি কাটিহার যাচ্ছিল ৷ হরিশ্চন্দ্রপুর স্টেশনে থাকা রেলের ওয়েব্রিজে মালগাড়িটির প্রতিটি বগির ওজন পরীক্ষা করা হচ্ছিল ৷ তারপর ধীরগতিতেই মালগাড়িটি আপ ট্র্যাকে উঠছিল ৷ সেই সময় স্টেশনের পশ্চিমদিকের কেবিনের কাছে দু'টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ চালক বিষয়টি বুঝতে পেরেই ইঞ্জিন থামিয়ে দেন ৷ খবর যায় স্টেশনে ৷ চার নম্বর লাইন ব্লক করে দেওয়া হয় ৷ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই রেলের কাটিহার ডিভিশনের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে চলে আসেন ৷ দেখা যায়, যে দু'টি বগি লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে একটিতে পাথর বোঝাই থাকলেও আরেকটি বগি ফাঁকা ৷ রেল কর্তাদের নির্দেশ অনুযায়ী উলটে যাওয়া বগি থেকে দ্রুত পাথর খালি করা হয় ৷ এই মুহূর্তে লাইন থেকে দুর্ঘটনাগ্রস্থ দুটি বগি সরানোর কাজ চলছে ৷