মালদা, 28 ডিসেম্বর: আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ৷ প্রতিবাদে বিডিওকে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিল বিজেপি ৷ সেই কর্মসূচিতে অংশ নিয়ে মাঝরাস্তায় আটকে গেলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ৷ তাঁকে কালো পতাকা দেখিয়ে গো-ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা ৷ সেই সময় বিজেপি ও তৃণমূল কর্মীরা একে অন্যের উদ্দেশে 'জয় শ্রীরাম' ও 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন ৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষও বেঁধে যায় (TMC-BJP clash in Harishchandrapur) ৷ অবশ্য পুলিশি তৎপরতায় সংঘর্ষ বড়সড় আকার নিতে পারেনি ৷
বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুরে আবাস যোজনা-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে 1 নং ব্লকের বিডিওকে ডেপুটেশন দিতে যায় বিজেপি নেতৃত্ব ৷ সাংসদ ছাড়াও ছিলেন দলের উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত-সহ আরও অনেকে ৷ তখনই হরিশ্চন্দ্রপুরের গোপাল কেডিয়া মোড়ের কাছে সাংসদের গাড়ি আটকে দেয় তৃণমূল ৷ কালো পতাকা দেখিয়ে খগেন মুর্মুর উদ্দেশে গো-ব্যাক স্লোগান তুলতে শুরু করেন শাসকদলের নেতা-কর্মীরা ৷ এরপরই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে ৷ স্লোগান চলাকালীন তৃণমূল সমর্থকেরা লাঠিসোটা হাতে বিজেপি কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় বলে অভিযোগ ৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের সরিয়ে দেয় ৷