মালদা, 18 নভেম্বর : সাত বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ চাঁচল এক নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ এই খবর চাউর হতেই গ্রামের বাসিন্দারা ওই প্রৌঢ়কে বেঁধে রেখে বেধড়ক মারধর করেন ৷ গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ ৷ তার বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ গতকাল তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷
ধৃত প্রৌঢ় ওই নাবালিকার বাড়ির পাশেই থাকে । সোমবার সন্ধেয় গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে সে বাড়ি ফিরছিল ৷ অভিযুক্তের বাড়ির সামনে দিয়েই তাকে বাড়ি ফিরতে হয় ৷ অভিযোগ, সেই সময় তাকে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায় ওই প্রৌঢ় ৷ যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ এরপর ওই নাবালিকা বাড়ি ফিরে আম্মাকে সব কথা খুলে বলে ৷ তখনই গোটা ঘটনাটি গ্রামে চাউর হয়ে যায় ৷ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়িতে হামলা চালায় ৷ তাঁকে বেঁধে মারধর করার পাশাপাশি গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় ৷ পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷