মালদা, 1 নভেম্বর: গৌরব গিয়েছে বছর কয়েক আগেই ৷ গত বিধানসভা নির্বাচনে নিজেদের গড়েই ধূলিসাৎ ৷ এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন ৷ হৃত গৌরব উদ্ধারে কবরে মাটি হয়ে যাওয়া সেই গনি খান চৌধুরী (Abu Barkat Ataur Ghani Khan Choudhury) স্মরণে মালদা জেলা কংগ্রেস ৷ সেকথা স্বীকারও করে নিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ তবে তৃণমূল শাসিত রাজ্য সরকার আর তার পুলিশ সেই নির্বাচন ঠিকমতো হতে দেবে কি না, তা নিয়ে সংশয়ে খোদ দলের জেলা সভাপতি ৷ তিনি জানাচ্ছেন, বাম আমলে নিয়ম মেনে ভোট হলেও এখন তা আর হয় না ৷ তিনি আরও বলছেন, দল ছেড়ে অনেকে তৃণমূলে যোগ দিলেও তাঁদের মননে এখনও কংগ্রেস ৷
আজ প্রয়াত বরকত গনি খান চৌধুরীর 96তম জন্মদিন (Ghani Khan Choudhury birth anniversary) ৷ প্রতি বছর এই দিনটি ধুমধামের সঙ্গে পালন করে জেলা কংগ্রেস ৷ তবে উন্মাদনা এবং ব্যবস্থাপনা দুটোই এবার বেশি ৷ প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু হয় ৷ এরপর তাঁর জোড়া মূর্তিতে মাল্যদান, বাইক মিছিল, স্মৃতিচারণা, রক্তদান, হাজারখানেক মানুষের মধ্যাহ্নভোজন-সহ দিনভর একাধিক অনুষ্ঠান হয়েছে ৷ শুধু কংগ্রেসিরাই নয়, এদিন বরকত সাহেবের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেয় তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্বও ৷
যে জেলায় একসময় লোকসভা ও বিধানসভা আসনের 90 শতাংশই থাকত কংগ্রেসের হাতে, সেখানে এখন সেই প্রদীপ জ্বালিয়ে রেখেছেন শুধুমাত্র দক্ষিণ মালদার সাংসদ, দলের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী ৷ তিনি বলেন, "বরকতদা তাঁর সমস্ত কাজ কংগ্রেসের মাধ্যমেই করেছেন ৷ তাই কংগ্রেসের তরফে প্রতি বছরই আমরা তাঁর জন্মদিন পালন করি ৷ আমরা রাজনীতি করি ৷ তাই আমাদের প্রতিটি কাজেই রাজনীতি জড়িয়ে থাকে ৷ বরকতদা-র জন্মদিনে আজ কংগ্রেসের অনেকের সঙ্গে আমাদের দেখা হবে, কথা হবে ৷ মালদায় কংগ্রেস ছিল, থাকবেও ৷ ক্ষমতায় আছে বলেই আমরা তৃণমূলকে দেখতে পাচ্ছি ৷ শাসকদলের সুবিধে পেতে অনেকে ওই দলে যোগ দিলেও মন থেকে এই জেলার সবাই কংগ্রেসের ৷ আমাদের পরিবারের যাঁরা তৃণমূলে গিয়েছেন, তাঁরাও মন থেকে এখনও কংগ্রেসেই রয়েছেন ৷ তবে আমাদের পরিবারের মধ্যে রাজনৈতিক কথাবার্তা খুব কম হয় ৷ তৃণমূল আর তাদের পুলিশ ঠিকমতো ভোট করতে দিলে পঞ্চায়েত নির্বাচনে মানুষ কংগ্রেসেরই পাশে থাকবে ৷ কিন্তু ভোট ঠিকমতো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ বাম আমলে একটা নীতি ছিল ৷ সেই নীতি মেনেই ভোট হত ৷ এখন সেই নীতিটাই এখন আর দেখতে পাচ্ছি না ৷ এরা কোনও নিয়মের তোয়াক্কা করে না ৷"