পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ghani Khan Choudhury Birth Anniversary: জন্মদিনে গনি খান চৌধুরী স্মরণে মালদা জেলা কংগ্রেস - Ghani Khan Choudhury birth anniversary

প্রায় নিশ্চিহ্ন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে প্রয়াত গনি খানেই ভরসা জেলা কংগ্রেসের ৷ জন্মদিনে শ্রদ্ধা তৃণমূল নেতৃত্বেরও ৷

Ghani Khan Choudhury
Ghani Khan Choudhury

By

Published : Nov 1, 2022, 5:43 PM IST

মালদা, 1 নভেম্বর: গৌরব গিয়েছে বছর কয়েক আগেই ৷ গত বিধানসভা নির্বাচনে নিজেদের গড়েই ধূলিসাৎ ৷ এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন ৷ হৃত গৌরব উদ্ধারে কবরে মাটি হয়ে যাওয়া সেই গনি খান চৌধুরী (Abu Barkat Ataur Ghani Khan Choudhury) স্মরণে মালদা জেলা কংগ্রেস ৷ সেকথা স্বীকারও করে নিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব ৷ তবে তৃণমূল শাসিত রাজ্য সরকার আর তার পুলিশ সেই নির্বাচন ঠিকমতো হতে দেবে কি না, তা নিয়ে সংশয়ে খোদ দলের জেলা সভাপতি ৷ তিনি জানাচ্ছেন, বাম আমলে নিয়ম মেনে ভোট হলেও এখন তা আর হয় না ৷ তিনি আরও বলছেন, দল ছেড়ে অনেকে তৃণমূলে যোগ দিলেও তাঁদের মননে এখনও কংগ্রেস ৷

আজ প্রয়াত বরকত গনি খান চৌধুরীর 96তম জন্মদিন (Ghani Khan Choudhury birth anniversary) ৷ প্রতি বছর এই দিনটি ধুমধামের সঙ্গে পালন করে জেলা কংগ্রেস ৷ তবে উন্মাদনা এবং ব্যবস্থাপনা দুটোই এবার বেশি ৷ প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু হয় ৷ এরপর তাঁর জোড়া মূর্তিতে মাল্যদান, বাইক মিছিল, স্মৃতিচারণা, রক্তদান, হাজারখানেক মানুষের মধ্যাহ্নভোজন-সহ দিনভর একাধিক অনুষ্ঠান হয়েছে ৷ শুধু কংগ্রেসিরাই নয়, এদিন বরকত সাহেবের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেয় তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্বও ৷

যে জেলায় একসময় লোকসভা ও বিধানসভা আসনের 90 শতাংশই থাকত কংগ্রেসের হাতে, সেখানে এখন সেই প্রদীপ জ্বালিয়ে রেখেছেন শুধুমাত্র দক্ষিণ মালদার সাংসদ, দলের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী ৷ তিনি বলেন, "বরকতদা তাঁর সমস্ত কাজ কংগ্রেসের মাধ্যমেই করেছেন ৷ তাই কংগ্রেসের তরফে প্রতি বছরই আমরা তাঁর জন্মদিন পালন করি ৷ আমরা রাজনীতি করি ৷ তাই আমাদের প্রতিটি কাজেই রাজনীতি জড়িয়ে থাকে ৷ বরকতদা-র জন্মদিনে আজ কংগ্রেসের অনেকের সঙ্গে আমাদের দেখা হবে, কথা হবে ৷ মালদায় কংগ্রেস ছিল, থাকবেও ৷ ক্ষমতায় আছে বলেই আমরা তৃণমূলকে দেখতে পাচ্ছি ৷ শাসকদলের সুবিধে পেতে অনেকে ওই দলে যোগ দিলেও মন থেকে এই জেলার সবাই কংগ্রেসের ৷ আমাদের পরিবারের যাঁরা তৃণমূলে গিয়েছেন, তাঁরাও মন থেকে এখনও কংগ্রেসেই রয়েছেন ৷ তবে আমাদের পরিবারের মধ্যে রাজনৈতিক কথাবার্তা খুব কম হয় ৷ তৃণমূল আর তাদের পুলিশ ঠিকমতো ভোট করতে দিলে পঞ্চায়েত নির্বাচনে মানুষ কংগ্রেসেরই পাশে থাকবে ৷ কিন্তু ভোট ঠিকমতো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ বাম আমলে একটা নীতি ছিল ৷ সেই নীতি মেনেই ভোট হত ৷ এখন সেই নীতিটাই এখন আর দেখতে পাচ্ছি না ৷ এরা কোনও নিয়মের তোয়াক্কা করে না ৷"

জন্মদিনে শ্রদ্ধা তৃণমূল নেতৃত্বের

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম সাফ বলেন, "বরকত সাহেবের জন্মদিন থেকেই আমরা ঘুরে দাঁড়ানোর সংকল্প নিচ্ছি ৷ রাজনীতি আর নির্বাচন আলাদা ৷ কিন্তু বরকতদাকে আমরা কখনও ভুলতে পারব না ৷ তাই আজ আমরা মালদার প্রতিটি মানুষকে তাঁর জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছি ৷ এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন ৷ এবারও আমরা বরকতদাকে সামনে রেখেই নির্বাচনে মানুষের কাছে যাব ৷ গনি মিথ শেষ হয়ে গিয়েছে বলে তৃণমূলের যাঁরা বলছেন, তাঁরা এক মুখে দুই কথা বলছেন ৷ তাঁরাই বরকতদার স্বপ্নপূরণ করার কথা বলছেন ৷ তাঁরাই বরকতদার আশীর্বাদ নিতে আসেন ৷ তাই এসব বড় বড় কথা বলা ঠিক নয় ৷ আজও আমরা দলের সব স্তরের নেতা-কর্মীদের নিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করব ৷ ঘুরে দাঁড়াতে আমরা সেই বরকতদার উপরেই ভরসা করছি ৷"

জন্মদিনে গনি খান চৌধুরী শরণে মালদা জেলা কংগ্রেস

আজ বরকত সাহেবের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও ৷ তাঁর কথায়, "আমাদের রাজনৈতিক জীবন বরকতদার হাত ধরেই শুরু ৷ যা কিছু পেয়েছি, তা তাঁর জন্যই ৷ তাঁকে কখনও ভুলতে পারব না ৷ আমরা একসময় সবাই কংগ্রেস করতাম ৷ পরে অন্য দল করি ৷ আমাদের নেত্রী মমতাদিও বরকতদাকে ভীষণ শ্রদ্ধা করেন ৷ তবে এটা রাজনৈতিক কোনও মঞ্চ নয়৷ তাই আজ রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না ৷"

আজ প্রয়াত বরকত গনি খান চৌধুরীর 96তম জন্মদিন

আরও পড়ুন:প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় খুন ! মালদায় কাঠগড়ায় তৃণমূল নেতা

একই বক্তব্য খান চৌধুরী পরিবারেরই সদস্য, রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নুরের ৷ তিনি বলেন, "এখনও পার্লামেন্টে বরকত গনি খানের কথা ওঠে ৷ আমি গর্বিত হই ৷ বরকত সাহেব আমার মামা ৷ তিনি আর আমার মা রুবি নুরের কাছেই রাজনীতি শিখেছি ৷ মামার নীতি আর আদর্শে আমি দীক্ষিত ৷ তাঁর মতো কাজ করে যাওয়ার চেষ্টা করি৷ পরিবারের কংগ্রেসি সদস্যরা আজ রাজনৈতিক কর্মসূচি রেখেছেন ৷ সেটা তাঁরা করতে পারেন ৷ আমি পরিবারের একজন সদস্য হিসাবেই মামার জন্মদিন পালন করি ৷ মমতাদিও বরকত মামার মতোই আদর্শ নিয়ে কাজ করেন ৷ তাই আমি তাঁর দলে গিয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details