পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা ভয়াবহতার মধ্যে আবর্জনায় ঢেকেছে মালদা শহর, স্বীকারোক্তি চেয়ারম্যানের - কোরোনা

রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ছড়ানো হচ্ছে জীবানুনাশক । কিন্তু অন্য চিত্র মালদা পৌরসভায় । ইতিউতি পড়ে রয়েছে জঞ্জাল । যা স্বীকার করে নিয়েছেন চেয়ারম্যানও ।

মালদা
মালদা

By

Published : Mar 24, 2020, 4:15 PM IST

Updated : Mar 24, 2020, 5:06 PM IST

মালদা, 24 মার্চ : কোরোনা সতর্কতায় গতকাল বিকেল থেকে চলছে লকডাউন ৷ অত্যন্ত জরুরি কারণ ছাড়া কাউকে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু জেলাবাসীর একাংশ সেই বিধিনিষেধ মানছে না ৷ জেলার সঙ্গে সেই ছবি ধরা পড়েছে মালদা শহরেও ৷ এরই মধ্যে শহরময় জঞ্জালের উপস্থিতি আতঙ্ক আরও বাড়াচ্ছে সাধারণ মানুষের ৷ প্রশাসনের পক্ষ থেকে জেলার দুই পৌরসভাকে শহর এলাকা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হলেও আজ মালদা শহরের একাধিক রাস্তায় ভরদুপুর পর্যন্ত আবর্জনা পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ বিষয়টি মেনে নিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ৷ আজ সন্ধের মধ্যেই শহর সাফ হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ তবে তুলনামূলক সাফ রয়েছে পুরাতন মালদা শহর ৷

কোরোনা প্রতিরোধে মানুষের গৃহবন্দি থাকা সবচেয়ে ভালো উপায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ এই রাজ্যে আগামী 31 মার্চ পর্যন্ত ঘোষিত হয়েছে লকডাউন ৷ বিশেষজ্ঞরা একইসঙ্গে বাড়ি এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন ৷ কিন্তু আজ মালদা শহরের বিভিন্ন রাস্তায় ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে অন্য ছবি৷ দুপুরেও রাস্তার ধারে ডাঁই হয়ে রয়েছে আবর্জনা ৷ সেখানে মাছি ভনভন করছে৷ কোথাও জমে রয়েছে নোংরা জল ৷ তার উপর দেখা গিয়েছে মশা৷ কোথাও কোথাও আবর্জনায় ঢেকে গিয়েছে রাস্তার অর্ধেক অংশই ৷ COVID 19-এর আতঙ্কে মানুষ যেখানে ভীত, সেখানে এই ছবি ভয় আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ৷

বিষয়টি মেনে নিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ ৷ তিনি বলেন, “কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই আমরা কাজ করছি ৷ জরুরি পরিষেবার জন্য পৌরসভার কিছু দপ্তর খোলা রয়েছে ৷ শহরের কোথাও যাতে কোনও আবর্জনা না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি ৷ মানুষকে সব ধরনের সাহায্যের জন্য আমরা প্রস্তুত রয়েছি ৷ আমরা স্বীকার করছি, শহরের কিছু এলাকায় আবর্জনা এখনও পড়ে রয়েছে ৷ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা অনেকদিন ধরেই শহরবাসীকে নানাভাবে আবেদন জানিয়েছি ৷ হ্যান্ডবিলের মাধ্যমেও এনিয়ে মানুষের কাছে আবেদন জানানো হয়েছে৷ কিন্তু আজ আমার চোখেও অনেক রাস্তায় আবর্জনা পড়ে থাকার ছবি ধরা পড়েছে ৷ আজ সন্ধের মধ্যে শহরের সমস্ত আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সাফাইকর্মীদের নির্দেশ দিয়েছি৷ তার জন্য প্রয়োজনে কর্মীদের বেশি কাজ করতে হবে ৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে শহরকে সাফ রাখতে হবেই৷ এই আতঙ্কের পরিবেশে আমরা শহরবাসীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিচ্ছি না ৷ তবে পরিস্থিতির গুরুত্ব শহরবাসীকেও বোঝা উচিত ৷ আশা করছি, সবার সহযোগিতায় আমরা খুব দ্রুত শহর পরিষ্কার করে ফেলব ৷ তবে এই মুহূর্তে পরিবহন নিয়ে আমাদের একটা সমস্যাও হচ্ছে৷ আমাদের হাতে ব্লিচিং পাউডার থাকলেও চুন নেই ৷ চুন আনার জন্য কলকাতায় গাড়ি পাঠানো হয়েছিল৷ কিন্তু লকডাউনের জন্য সেই গাড়িটি সমস্যায় পড়ে৷ যাই হোক, বিভিন্ন জায়গায় আবেদন জানিয়ে গাড়িটিকে ছাড়ানো হয়েছে৷ আজ রাতের মধ্যেই সেই গাড়িটি মালদায় চলে আসবে বলে ধারণা ৷ তেমন হলে আগামীকাল থেকেই শহরজুড়ে ব্লিচিং ও চুন ছড়ানোর কাজ শুরু হবে৷ সাফাইকর্মীদের সুরক্ষার জন্যও আমরা সবরকম ব্যবস্থা করেছি ৷ যেভাবেই হোক, আমাদের কোরোনা প্রতিরোধ করতেই হবে ৷”

Last Updated : Mar 24, 2020, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details