মালদা, 21 মার্চ: ক্লাসরুমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে (gang rape in the classroom) পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করল জেলা প্রশাসনও ৷ ঘটনার তদন্তের জন্য তিনজনের কমিটি গঠন করেছেন জেলাশাসক ৷ আগামী সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ এদিকে মঙ্গলবার নির্যাতিতার বাড়িতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ যান এলাকার বিধায়ক চিন্ময় দেববর্মনও ৷ প্রত্যেকেই নির্যাতিতা ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷
উল্লেখ্য, গত শনিবার গাজোলের একটি জুনিয়র হাইস্কুলে ক্লাসরুমের ভিতরেই ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে এলাকার তিন যুবকের বিরুদ্ধে (Gangrape in Malda) ৷ এই ঘটনায় রবিবার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর মা ৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে ৷ এদিকে এই খবর চাউর হতেই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্যজুড়ে ৷
ঘটনার তদন্তে মঙ্গলবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া ৷ তিনি জানান, "পুলিশের পাশাপাশি আমরাও এই ঘটনার তদন্ত করছি ৷ তার জন্য অতিরিক্ত জেলাশাসকের (শিক্ষা) নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷ জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক ও সমগ্র শিক্ষা মিশনের ডিপিও ওই কমিটিতে রয়েছেন ৷ আগামী সাতদিনের মধ্যে তাঁদের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷"