পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জগদ্ধাত্রী পুজোর মেলায় জুয়ার আসর, অভিযোগের তীর তৃণমূল নেতার বিরুদ্ধে - তৃণমূল নেতা

তবে, শুধুই জুয়ার আসর নয় ৷ সূত্রের খবর, কোরোনা আবহে এই মেলার আয়োজন হয়েছে প্রশাসনের অনুমতি না নিয়েই ৷ এমনকি কোরোনা সংক্রমণের ভয় উড়িয়ে মেলায় ভিড়ও জমাচ্ছেন মানুষজন ৷ এই গোটা ঘটনায় নাম জড়িয়েছে মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি চন্দনা সরকারের স্বামী পরিতোষ সরকারের নাম ৷

gambling_in_a_fair_in_malda
জগদ্ধাত্রী পুজোর মেলায় জুয়ার আসর, অভিযোগের তীর তৃণমূল নেতার বিরুদ্ধে

By

Published : Nov 25, 2020, 5:59 PM IST

মালদা, 25 নভেম্বর : জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা ৷ আর সেই মেলায় চলছে দেদার জুয়ার আড্ডা ৷ মালদার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুম্ভীরা এলাকার ঘটনা ৷ আর মেলার আড়ালে জুয়ার আসরে মদত দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশ সব জানলেও কোনও ব্য়বস্থা নিচ্ছে না ৷ অভিযোগ মেলার আড়ালে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হয় সেখানে ৷

তবে, শুধুই জুয়ার আসর নয় ৷ সূত্রের খবর, কোরোনা আবহে এই মেলার আয়োজন হয়েছে প্রশাসনের অনুমতি না নিয়েই ৷ এমনকি কোরোনা সংক্রমণের ভয় উড়িয়ে মেলায় ভিড়ও জমাচ্ছেন মানুষজন ৷ এই গোটা ঘটনায় নাম জড়িয়েছে মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি চন্দনা সরকারের স্বামী পরিতোষ সরকারের নাম ৷ তিনি এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত ৷ তাঁর মদতেই এই জুয়ার আসর ও মেলা বসেছে বলে অভিযোগ উঠেছে ৷

মেলায় জুয়া খেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে অভিযোগ অস্বীকার করেছেন পরিতোষ সরকার ৷ তিনি বলেন, এলাকার কয়েকজন মেধাবি পড়ুয়াকে সংবর্ধনার জন্য আমরা ছোট করে আয়োজন করেছিলাম ৷ পুজো উপলক্ষে কিছু দোকানদার নিজেদের উদ্যোগে বাগানে দোকান দেন ৷ আমরা তাঁদের আগেই বলে দিয়েছিলাম, এবার কোরোনার জন্য মেলা করা যাবে না ৷ কিন্তু মানুষের আবেগ আমরা রুখতে পারিনি ৷ তবে মেলায় জুয়াখেলার যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন ৷ এই মেলায় কখনই জুয়ার আসর বসে না ৷ আমাকে বদনাম করতে কেউ বা কারা চক্রান্ত করে এসব রটাচ্ছে ৷” অন্য়দিকে, জেলার পুলিশ সুপারের কাছে বিষয়টি জানালে, তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details