পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Shooting Incident বাড়িতে এসে বন্ধুকে গুলি, ইংরেজবাজারে আশঙ্কাজনক গুলিবিদ্ধ যুবক

বাড়িতে এসে কাজ নিয়ে কথাবার্তা চলছিল দুই বন্ধুর মধ্যে ৷ হঠাৎ পরিবারের সদস্যরা গুলির শব্দ শুনতে পান ৷ সঙ্গে সঙ্গে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন যুবক (Malda Shooting Incident) ৷

Malda Youth in Hospital
হাসপাতালে গুলিবিদ্ধ যুবক

By

Published : Aug 20, 2022, 3:01 PM IST

Updated : Aug 25, 2022, 1:27 PM IST

ইংরেজবাজার, 20 অগস্ট: বন্ধুর হাতে গুলিবিদ্ধ বন্ধু । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের নঘরিয়া গ্রামে । গুলিবিদ্ধ যুবক বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পরেই গ্রাম ছেড়ে পালিয়েছে মূল অভিযুক্ত । এই ঘটনায় আহতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের না করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়েছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ পুলিশ বিষয়টি নজরে রেখেছে (Friend shot friend in English Bazar Malda) ।

গুলিবিদ্ধ যুবকের নাম মণিরুল খান । বয়স 27 বছর । নঘরিয়া গ্রামেরই বাসিন্দা তিনি । পেশায় কৃষক । তিনি নিজেদের জমিই দেখাশোনা করেন । শুক্রবার রাতে তাঁকে গুলি করে ওই গ্রামেরই আরেক যুবক রকি শেখ । রকি ভিনরাজ্যে শ্রমিক সরবরাহের কাজ করে । কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময় সে হায়দরাবাদে থাকে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিরুলের পরিবারের সদস্যদের কয়েকজনই রকি মারফৎ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যেতেন । তবে এনিয়ে মণিরুলের সঙ্গে রকির কোনও ঝামেলা ছিল কি না, তা কেউ বলতে পারছেন না ।

আরও পড়ুন: অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলি, পটনায় নিহত সেনা জওয়ান

ঘটনাপ্রসঙ্গে মণিরুলের দাদা মেহেরু খান বলেন, "গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ রকি আমাদের বাড়িতে আসে । গ্রামে থাকলে সে মাঝেমধ্যেই আমাদের বাড়িতে আসে । গতকাল সে প্রথমে আমার দুই দাদাকে জিজ্ঞেস করে, তারা ভিনরাজ্যে কাজে যাবে কি না। দাদারা রাজি হওয়ায় সে তাঁদের কাছ থেকে আধার ও ভোটার কার্ড নেয় । এরপর সে মণিরুলের সঙ্গে বসে কথা বলছিল । হঠাৎ গুলি চালানোর আওয়াজ শুনে চমকে উঠি । দেখি, মণিরুল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে । আর রকি তার মোটরবাইক নিয়ে চলে যাচ্ছে । কিছু বুঝে ওঠার আগেই রকি সেখান থেকে চলে যায় । গুলি ভাইয়ের নাকের পাশে লেগেছে । রকি কেন যে ভাইকে গুলি করল, বুঝতে পারছি না । ভাই সুস্থ হলেই গোটা বিষয়টি জানা যাবে ।"

মালদার ইংরেজবাজারে বাড়িতেই বন্ধুকে গুলি করে বন্ধু

বেসরকারি হাসপাতালের চিকিৎসক আইনুল হক বললেন, "গতকাল রাত সাড়ে 10টা নাগাদ গুলিবিদ্ধ মণিরুল খান আমাদের হাসপাতালে আসেন । তাঁর নাসারন্ধ্রের হাড় ভেঙে গুলিটি স্কাল্প বোনের কাছে আটকে রয়েছে । আজ অস্ত্রোপচার করে বুলেটটি বের করা হবে । এখনও রোগীর অবস্থা স্থিতিশীল নয় ।"

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এনিয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে বিষয়টিতে নজর রাখা হয়েছে । অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের রাতেই শিলিগুড়িতে চলল গুলি, জখম 1

Last Updated : Aug 25, 2022, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details