রাজ্যের সরকারি হাসপাতালে আর বিনামূল্যের ভিনরাজ্যের রোগীদের পরিষেবা নয় ৷ মালদা, 29 ডিসেম্বর: আর বিনামূল্যে নয়, এবার ফেলো কড়ি মাখো তেল ৷ ভিনরাজ্যের রোগীদের এবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হবে ৷ তবে, শুধুমাত্র আশঙ্কাজনক রোগীরাই এ রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার সুযোগ পাবেন ৷ আর সাধারণ চিকিৎসার ক্ষেত্রে রোগীদের নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালেই ভরতি হতে হবে ৷ আর এ সংক্রান্ত নির্দেশিকা কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হবে ৷
শুক্রবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা জানালেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ এ দিন মালদা মেডিক্যালের মাতৃ মা বিভাগ ঘুরে দেখেন কমিশনের চেয়ারপার্সন ৷ যান সিক নিউবর্ন কেয়ার ইউনিটেও ৷ কথা বলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিবার পরিজনের সঙ্গেও ৷
সংবাদমাধ্যমকে অনন্যা বলেন, “মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি নির্দেশ দিয়েছেন ৷ অন্যান্য রাজ্য থেকে যাঁরা পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসছেন, তাঁদের এবার থেকে এ রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে টাকা দিতে হবে ৷ তবে, তাঁদের অবশ্যই এখানে চিকিৎসা করা হবে ৷ শুধুমাত্র এ রাজ্যের বাসিন্দাদেরই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার ৷ এই ব্যবস্থা চালু না করা হলে, রাজ্যবাসী তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আমাদের যদি 100 টাকা বাজেট থাকে, বর্তমান ব্যবস্থায় তার 40 টাকা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বাসিন্দাদের চিকিৎসার জন্য খরচ হয়ে যাচ্ছে ৷ এতে আমাদের রাজ্যের বাসিন্দারা সঠিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না ৷”
তবে, জরুরি ক্ষেত্রে বা গুরুতর অবস্থায় কোনও রোগীকে ফিরিয়ে দেওয়া হবে না ৷ তিনি বলেন, “ভিনরাজ্যের ইমারজেন্সি রোগীদের অবশ্যই রাজ্যের সরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসা করা হবে ৷ কিন্তু, সাধারণ রোগীদের বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে চিকিৎসা করাতে হবে ৷ তাঁরা নিজেদের রাজ্যেও চিকিৎসা করাতে পারেন ৷ তাঁদের রাজ্য তো চিকিৎসা পরিষেবায় অনেক উন্নত বলা হয় ৷ তবে, তাঁরা এ রাজ্যে চিকিৎসা করাতে আসছেন কেন ?”
অনন্যা জানান, “এ রাজ্যের বাজেটের একটা বড় অংশ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় ধরা হয়েছে ৷ সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য ৷ রাজ্যের নতুন এই নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি ৷ খুব দ্রুত তা প্রকাশিত হবে ৷ তবে, পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে ভিনরাজ্যের রোগীদের খুব বেশি টাকা খরচ করতে হবে না ৷ খুব সামান্যই তাঁদের টাকা খরচ হবে ৷ কীভাবে সেই টাকা নেওয়া হবে ? সেটাও সংশ্লিষ্ট দফতর ঠিক করে দেবে ৷”
উল্লেখ্য, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিনই ভিনরাজ্যের প্রচুর মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন ৷ তাঁরা মূলত বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ এতে মালদা মেডিক্যালে রোগীর চাপও বাড়ে ৷ রাজ্য সরকার নয়া এই নির্দেশিকা লাগু করলে ওই দুই রাজ্যের রোগীদের ভিড় অনেকটাই কমবে বলে মনে করছেন মালদা মেডিক্যালের চিকিৎসকদের একাংশ ৷ তাঁরা মনে করছেন, এতে তাঁদেরও ভালো হবে ৷ আরও ভালোভাবে রোগীদের পরিষেবা দিতে পারবেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা ৷
আরও পড়ুন:
- দেশের মধ্যে প্রথম রাজস্থান বিধানসভায় পাশ হল স্বাস্থ্য অধিকার বিল
- চাকরি ছেড়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা! সুন্দরবনের গরিব মানুষের 'মসিহা' চিকিৎসক ফারুক হোসেন
- রাত পর্যন্ত খোলা চেম্বার, দুস্থদের পাশে চুঁচুড়ার ডাক্তারবাবু