পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyber Fraud: সাইবার প্রতারণায় গ্রেফতার 2, ঝাড়খণ্ড থেকেই চলছিল চক্র দাবি পুলিশের

প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ড থেকেই পশ্চিমবঙ্গে অনলাইন প্রতারণা চালাচ্ছে দুষ্কৃতীরা । ঘটনার তদন্তে নেমে সেই চক্রের হদিস পেয়েছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ (Two Arrested for Cyber Fraud)। তাতেই উঠে এসেছে এই সাইবার প্রতারকদের ডেরা দেওঘরে ।

Cyber Fraud
সাইবার প্রতারণায় গ্রেফতার 2

By

Published : Jul 25, 2022, 3:16 PM IST

মালদা, 25 জুলাই: কিছুদিন আগে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড়ের এক বাসিন্দা সাইবার ক্রাইম থানায় 5 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জানিয়েছিলেন (Two Arrested for Cyber Fraud) । অভিযোগ পত্রে ওই ব্যক্তি পুলিশকে জানান, মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারের নামে তাঁর কাছে একটি ফোন আসে । সিম কার্ড চালু রাখতে তাঁকে ভেরিফিকেশন করতে বলা হয় । ভেরিফিকেশনের জন্য তাঁকে একটি ওটিপি পাঠানো হয় । সেই ওটিপি তিনি তাদের জানান ৷ এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা উধাও হয়ে যায় । সেই ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে খোঁজ চালাতে থাকে ।

ট্র্যাকিং করে পুলিশের হাতে আসে মোবাইলের আইএমইআই নম্বর । তবে সেই সিম ও মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়তে হয় পুলিশকে । এদিকে, কয়েকদিন আগে দেওঘর থানার পুলিশ সাইবার প্রতারণা চক্রে 11 জনকে গ্রেফতার করে । ধৃতদের হেফাজত থেকে পুলিশের হাতে আসে প্রতারণায় ব্যবহৃত 625টি সিম ও 162টি আইএমইআই নম্বর । ঘটনাচক্রে দেখা যায় পিটিএস মোড়ের বাসিন্দার প্রতারণায় ব্যবহৃত আইএমইআই নম্বরও রয়েছে তার মধ্যে । এরপরেই মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ দেওঘর পুলিশের সঙ্গে যোগাযোগ করে । উঠে আসে সাইবার প্রতারণার মাস্টার প্ল্যানিং ।

আরও পড়ুন :অনলাইন প্রতারণার অভিযোগে রাজস্থান পুলিশের জালে রাজ্যের 2 প্রতারক

সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে দুষ্কৃতীরা প্রতারণার জন্য নতুন ছক কষেছে । সাধারণত পরিষেবা নেওয়ার জন্য সাধারণ মানুষ ইন্টারনেটেই কাস্টমার কেয়ারের নম্বরের খোঁজ করে । মানুষের এই অভ্যেসকে টার্গেট করেছে প্রতারকরা । বেশ কিছু কোম্পানির কাস্টমার কেয়ারের ভুয়ো নম্বর দিয়ে বিজ্ঞাপন করে তা ইন্টারনেটে দিয়েছিল ওই চক্রের পান্ডারা । তাতে মানুষ যখনই ইন্টারনেটে কাস্টমার কেয়ারের নম্বর সার্চ করে তখনই কী-ওয়ার্ড ম্যাচ করে বিজ্ঞাপন সামনে আনে সার্চ ইঞ্জিন । মানুষ সেই বিজ্ঞাপন ও অফিসিয়াল ওয়েবসাইটের পার্থক্য বুঝতে না পেরে বিজ্ঞাপনে দেওয়া নম্বরেই ফোন করে দেয় । এরপরই অভিযোগ জমা করা, টাকা ফেরত দেওয়া, ক্যুরিয়ার চার্জ-সহ একাধিক অছিলায় গ্রাহকদের থেকে ওটিপি নিয়ে প্রতারণা চালাত দুষ্কৃতীদের ওই দল ।

আরও পড়ুন :গেঞ্জির টাকা ফেরত পেতে ওটিপি নম্বর জানিয়ে খোয়ালেন লক্ষাধিক টাকা

মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ পিটিএস মোড়ের বাসিন্দার প্রতারণার ঘটনায় দু'জনকে দেওঘর থেকে গ্রেফতার করে মালদায় নিয়ে আসে । তবে এই প্রতারণা তারা দেওঘর থেকে বসেই অপারেট করেছিল না অন্য কোনও ডেরা রয়েছে তাদের তা জানার চেষ্টা করছে সাইবার ক্রাইম থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details