মালদা, 24 জুলাই: 1 লক্ষ 80 হাজার টাকার নিষিদ্ধ ফেনসিডিল-সহ চার পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে (Four Smuggler Arrested with Phensedyl in Malda)। শনিবার ইংরেজবাজার থানায় একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অমিতকুমার সাউ, ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস-সহ অন্যান্য অফিসাররা ।
আরও পড়ুন :নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা
অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অমিতকুমার সাউ জানান, রাতে বিশেষ নাকা চেকিং করা হয় । শনিবার রাতে ইংরেজবাজারের মধুঘাট এলাকায় নাকা চেকিং চলছিল । সেই সময় কালিয়াচকের দিক থেকে মালদা শহরের দিকে আসা দু'টি মোটরবাইকে বস্তা করে কিছু নিয়ে যাওয়া হচ্ছিল । সেই মোটরবাইক আটক করে তল্লাশি চালাতেই বস্তা থেকে উদ্ধার হয় 900 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য 1 লক্ষ 80 হাজার টাকা । এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে ।
ইংরেজবাজারে ফেনসিডিল-সহ গ্রেফতার 4 ধৃতদের নাম হাসানুর জামান (22), মণিরুল শেখ (25), ফারজুল বসনি (21) ও এলিম শেখ (24) । ধৃতরা সকলেই কালিয়াচকের গয়েশবাড়ির বাসিন্দা । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধৃতরা উদ্ধার হওয়া ফেনসিডিল কালিয়াচক থেকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাচ্ছিল । ধৃতদের বিরুদ্ধে পুরনো কোনও অভিযোগ রয়েছে কিনা, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।