মালদা, 16 অক্টোবর : পুজোর আগে মালদার সদর শহরসহ মফসসলগুলিতে সক্রিয় দুষ্কৃতীরা ৷ তেমনই একটি দুষ্কৃতী দলের পরিকল্পনা বানচাল করল চাঁচল থানার অ্য়ান্টি ক্রাইম স্কোয়াড ৷ বৃহস্পতিবার গভীর রাতে চাঁচল থানা এলাকার পরিহার শ্মশান এলাকায় হানা দিয়ে চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বিশেষ ওই বাহিনী ৷ দুষ্কৃতীদের কাছ থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷
সম্প্রতি মালদা জেলার পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানার মধ্য়ে একটি অ্য়ান্টি ক্রাইম স্কোয়াড গঠন করা হয়েছে ৷ শহর থেকে মফসসল সর্বত্র দুষ্কৃতীদের বাড়াবাড়ি বন্ধ করতে এই পরিকল্পনা নেওয়া হয় ৷ সেই অ্য়ান্টি ক্রাইম স্কোয়াডের হাতেই বৃহস্পতিবার চার দুষ্কৃতীকে গ্রেপ্তার হয় ৷ এদের মধ্য়ে দু'জন বিহার ও ঝাড়খণ্ডের ৷ তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় জানায়নি পুলিশ ৷ তবে, বেশ কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে ৷ দুষ্কৃতীদের বড়সড় কোনও ডাকাতির পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ কিছু ধারালো অস্ত্রসহ একটি গুলি ভর্তি পাইপ গান উদ্ধার করা হয়েছে ৷