পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে প্রাক্তন বিধায়ক; "ক্ষতি হবে না", বলছে তৃণমূল - former MLA of gajol Sushilchandra Roy joined BJP

তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন প্রাক্তন এই বিধায়ক ৷ এরই মধ্যে মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর ৷ সম্প্রতি একটি ধাবায় মুকুলবাবুর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয় ৷

BJP-তে যোগ দিলেন গাজোলের প্রাক্তন বিধায়ক
BJP-তে যোগ দিলেন গাজোলের প্রাক্তন বিধায়ক

By

Published : Oct 10, 2020, 7:44 AM IST

মালদা, 10 অক্টোবর : BJP-তে যোগ দিলেন গাজোলের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুশীলচন্দ্র রায় ৷ শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এসে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া ঝান্ডা তুলে নেন ৷ দিলীপ ঘোষ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় সহ অন্যরা ৷ তবে সুশীলবাবু একাই BJP-তে যোগ দিয়েছেন ৷ জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্রে তাঁকেই প্রার্থী করতে চলেছে BJP ৷ যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, সুশীলবাবু BJP-তে গেলেও দলে তার কোনও প্রভাব পড়বে না ৷

2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের টিকিটে গাজোল কেন্দ্রে জয়ী হন সুশীলচন্দ্র রায় ৷ ভোটে জেতার কিছুদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করে তৃণমূল ৷ কিন্তু বাম-কংগ্রেস জোট প্রার্থী, CPI(M)-এর দীপালি বিশ্বাসের কাছে পরাজিত হন তিনি ৷ পরবর্তীতে দীপালি বিশ্বাসও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ এরপর থেকেই দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন সুশীলবাবু ৷ এরই মধ্যে মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর ৷ সম্প্রতি একটি ধাবায় মুকুলবাবুর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয় ৷ যদিও সেইসময় তিনি বিষয়টিকে সৌজন্যতামূলক সাক্ষাৎকার বলে মন্তব্য করেছিলেন ৷ কিন্তু ওই সাক্ষাতের পর থেকে দলের সঙ্গে তাঁর আরও দূরত্ব তৈরি হয় ৷ সম্প্রতি শাসকদলের জেলা কিংবা ব্লক কমিটিতেও ঠাঁই হয়নি তাঁর ৷ তারপরই সোজা গেরুয়া শিবিরে যোগ দিলেন সুশীলচন্দ্র রায় ৷

এই বিষয়ে সুশীলবাবু জানান, "দলে গুরুত্ব না পেয়েই আজ BJP-তে যোগদান করতে বাধ্য হলাম ৷ সম্প্রতি ঘোষিত তৃণমূলের জেলা কিংবা ব্লক কমিটিতে আমাকে রাখা হয়নি ৷ তাই ওই দলে নিজেকে অপাংক্তেয় মনে হচ্ছিল ৷ আমি কলকাতায় এসে BJP নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি ৷ তাদের পরিষ্কার জানাই, আগামী ভোটে আমাকে গাজোল কেন্দ্রে প্রার্থী করা হলে আমি BJP-তে যোগ দিতে রাজি ৷ BJP নেতৃত্ব আমার সেই দাবি মেনে নিয়েছে ৷ এবার আমার জবাব দেওয়ার লড়াই শুরু হল ৷ তৃণমূলকে এর ফল ভোগ করতেই হবে ৷"

যদিও জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় চৌধুরি বলেছেন, "দলবিরোধী কাজকর্মের কারণে সুশীলবাবুকে আগেই শোকজ় করা হয়েছিল ৷ তাঁকে সাসপেন্ড করার প্রক্রিয়াও শুরু হয়েছিল ৷ তিনি দীর্ঘদিন ধরে BJP-তে যাওয়ার জন্য মুখিয়ে ছিলেন ৷ তলে তলে BJP নেতৃত্বের সঙ্গে যোগাযোগও রাখছিলেন ৷ তৃণমূলে তাঁর কোনও গুরুত্ব ছিল না ৷ তাঁকে কোনও কমিটিতেও রাখা হয়নি ৷ তাই তিনি দল ছাড়লেও দলের কোনও ক্ষতি হবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details