মালদা, 10 অক্টোবর : BJP-তে যোগ দিলেন গাজোলের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুশীলচন্দ্র রায় ৷ শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এসে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া ঝান্ডা তুলে নেন ৷ দিলীপ ঘোষ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় সহ অন্যরা ৷ তবে সুশীলবাবু একাই BJP-তে যোগ দিয়েছেন ৷ জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্রে তাঁকেই প্রার্থী করতে চলেছে BJP ৷ যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, সুশীলবাবু BJP-তে গেলেও দলে তার কোনও প্রভাব পড়বে না ৷
2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের টিকিটে গাজোল কেন্দ্রে জয়ী হন সুশীলচন্দ্র রায় ৷ ভোটে জেতার কিছুদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করে তৃণমূল ৷ কিন্তু বাম-কংগ্রেস জোট প্রার্থী, CPI(M)-এর দীপালি বিশ্বাসের কাছে পরাজিত হন তিনি ৷ পরবর্তীতে দীপালি বিশ্বাসও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ এরপর থেকেই দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন সুশীলবাবু ৷ এরই মধ্যে মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর ৷ সম্প্রতি একটি ধাবায় মুকুলবাবুর সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয় ৷ যদিও সেইসময় তিনি বিষয়টিকে সৌজন্যতামূলক সাক্ষাৎকার বলে মন্তব্য করেছিলেন ৷ কিন্তু ওই সাক্ষাতের পর থেকে দলের সঙ্গে তাঁর আরও দূরত্ব তৈরি হয় ৷ সম্প্রতি শাসকদলের জেলা কিংবা ব্লক কমিটিতেও ঠাঁই হয়নি তাঁর ৷ তারপরই সোজা গেরুয়া শিবিরে যোগ দিলেন সুশীলচন্দ্র রায় ৷