পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচক খুনের তদন্তে ফরেনসিক দল আসছে - Murder

গতকালই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্ত আসিফকে সঙ্গে নিয়ে বাড়ির গুদাম থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ পরে আসিফকে জিজ্ঞাসাবাদ করে তার দুই বন্ধুর হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ ৷ অন্যদিকে, আসিফের বাড়ি থেকে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে ৷ সেই গ্যাজেটগুলি পরীক্ষা করে দেখার জন্য আসছে ফরেনসিক দল ৷

কালিয়াচক খুনের তদন্তে আসছে ফরেনসিক দল
কালিয়াচক খুনের তদন্তে আসছে ফরেনসিক দল

By

Published : Jun 20, 2021, 4:11 PM IST

Updated : Jun 20, 2021, 4:46 PM IST

মালদা, 20 জুন : কালিয়াচকে ছেলের হাতে একই পরিবারের চার সদস্যের খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক তথ্য ৷ গতকালই আসিফের দুই বন্ধুর হেফাজত থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷ আসিফের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ইলেকট্রনিক গ্যাজেটও ৷ উদ্ধার হওয়া ইলেকট্রনিক গ্যাজেট খতিয়ে দেখতে এবার মালদায় আসছে ফরেনসিক দল ৷ খুন ও আগ্নেয়াস্ত্র মজুতের দু'টি আলাদা মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদনে ধৃত তিন যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ আসিফকে 12 দিনের পুলিশি হেফাজত ও বাকি দু‘জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল ৷ সেখানে পাঁচ দিনের বদলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ অন্যদিকে, আসিফকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

কালিয়াচকের পুরানো 16 মাইল গ্রাম এখন খবরের শিরোনামে ৷ পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ গতকালই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্ত আসিফকে সঙ্গে নিয়ে বাড়ির গুদাম থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ পরে আসিফকে জিজ্ঞাসাবাদ করে তার দুই বন্ধুর হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ ৷ গ্রেফতার করা হয়েছে আসিফের দুই বন্ধু মহম্মদ মারুফ ও সাবির আলিকে ৷ তবে এখনও পর্যন্ত আসিফের দুই বন্ধুর খুনের ঘটনায় যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি ৷ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অন্যদিকে, আসিফের বাড়ি থেকে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে ৷ সেই গ্যাজেটগুলি পরীক্ষা করে দেখার জন্য আসছে ফরেনসিক দল ৷ সেই গ্যাজেটগুলি আসিফ কী কাজে ব্যবহার করত, তা জানতে ফরেনসিক রিপোর্টের দিকে তাকিয়ে পুলিশ ৷ আসিফের বিরুদ্ধে আইপিসি 302 খুন, 307 খুনের চেষ্টা ও 201 প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আরও জিজ্ঞাসাবাদের জন্য আসিফকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত ৷

আরও পড়ুন,Kaliachak Murder Case : উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, কালিয়াচক খুনের পিছনে কি সীমান্ত চোরাচালান গ্যাং ?

অন্যদিকে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এল, কী কাজে ব্যবহার করার জন্য সেগুলি মজুত করা হয়েছিল তা জানতে আলাদা একটি মামলা রুজু করে আসিফের দুই বন্ধুকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনীশ সরকার বলেন, “আমরা তথ্যের ভিত্তিতে আসিফ মহম্মদকে গ্রেফতার করেছিলাম ৷ আমাদের কাছে খবর ছিল চার মাস আগে আসিফ নিজের বাবা, মা, দিদা এবং বোনকে খুন করে বাড়ির ভিতরে পুঁতে রেখেছিল ৷ আমরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহগুলি উদ্ধার করি ৷ আসিফকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আসিফ কিছু আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে ৷ তথ্যের ভিত্তিতে মহম্মদ মারুফ ও সাবির আলির বাড়ি থেকে পাঁচটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, 10টি ম্যাগাজিন ও 80 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করি ৷ আসিফের বয়ান অনুযায়ী, অস্ত্র আইনের আলাদা একটা মামলা রুজু করে আজ আসিফ, সাবির ও মারুফকে আমরা আদালতে পেশ করছি ৷ আসিফকে 12 দিনের পুলিশি হেফাজত ও বাকি দুজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ৷ আসিফের খুনের ঘটনায় আলাদা মামলা হয়েছে ৷ অস্ত্র উদ্ধারের ঘটনায় আলাদা মামলা রুজু করা হয়েছে ৷" জানা গিয়েছে, পাঁচ দিনের বদলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ অন্যদিকে, আসিফকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

কালিয়াচক খুনের তদন্তে আসছে ফরেনসিক দল

আরও পড়ুন,Malda Murder : চারজনের দেহ উদ্ধার, টাকার জন্যই কি খুন ? ভাবাচ্ছে পুলিশকে

তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, আসিফ সাত-আটদিন আগে নিজের বন্ধুদের উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি রাখতে দিয়েছিল ৷ সাবিরকে চারটি আগ্নেয়াস্ত্র, আটটি ম্যাগাজিন ও প্রায় 65 রাউন্ড কার্তুজ এবং মারুফকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও 15 রাউন্ড কার্তুজ রাখতে দিয়েছিল ৷ এখনও পর্যন্ত খুনের ঘটনার সঙ্গে আগ্নেয়াস্ত্র মজুত করার কোনও যোগ পাওয়া যায়নি ৷ আমরা জিজ্ঞাসাবাদে আরও কিছু তথ্য পেয়েছি ৷ কিন্তু তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না ৷ এখনও পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, তাতে খুনের ঘটনার সঙ্গে শুধুমাত্র আসিফ যুক্ত ৷ আরিফকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ আসিফ ওর দাদাকেও খুন করার চেষ্টা করেছিল ৷ আরিফ কোনওমতে বেঁচে পালিয়ে যায় ৷ এরপর থেকেই আরিফকে ক্রমাগত খুনের হুমকি দিচ্ছিল আসিফ ৷”

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “আসিফ নিজের বাবার থেকে অনেক টাকা নিয়েছিল ৷ সেই টাকাগুলো আসিফ কী করেছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ আসিফ বাবা-মায়ের পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল ৷ এখনও পর্যন্ত প্রায় 2 লাখ 87 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আসিফ স্থানীয়দের স্মার্টফোনের অ্যাপ তৈরির কথা বলেছিল ৷ কিন্তু এখনও পর্যন্ত আসিফ কোনও অ্যাপ তৈরি করেছে সেরকম কিছু পাওয়া যায়নি ৷ আসিফের বাড়ি থেকে প্রচুর ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে ৷ সেগুলো ফরেনসিক তদন্ত করলে পুরো বিষয়টা জানা যাবে ৷”

Last Updated : Jun 20, 2021, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details