পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় পদ্ম ফুটলেই উন্নতি হবে কৃষকদের: জে পি নাড্ডা - বিজেপি

ফের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ শনিবার মালদার সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে শামিল হন ৷ বক্তব্য রাখেন সভামঞ্চে ৷ নাড্ডার বার্তা, তৃণমূলের সরকারকে বিদায় করে রাজ্যে পদ্ম ফোটালেই সুদিন ফিরবে বাংলার কৃষকদের৷ ভাষণ শেষে কৃষকদের সঙ্গেই মধ্য়াহ্নভোজ সারেন নাড্ডা৷

west bengal assembly election 2021_for the development of farmers bengal needs to vote for bjp, said j p nadda
বাংলায় পদ্ম ফুটলেই উন্নতি হবে কৃষকদের: জে পি নাড্ডা

By

Published : Feb 6, 2021, 1:29 PM IST

মালদা, 6 ফেব্রুয়ারি : অনেক কিছুই শোনার জন্য় অপেক্ষা করেছিলেন কৃষকরা ৷ তবে স্বল্পদৈর্ঘ্যের ভাষণে বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্য ছিল চেনা সুরেই বাঁধা ৷ ভোটমুখী বাংলায় দলের প্রচারে ফের বঙ্গসফরে হাজির জগৎপ্রকাশ নাড্ডা৷ শুক্রবার রাতেই রাজ্য়ে পৌঁছান তিনি৷ শনিবার পৌঁছে যান মালদায়৷ ঘোষণা মাফিক উত্তরবঙ্গের এই জেলাতেই কৃষক সুরক্ষা অভিযানে শামিল হন নাড্ডা৷ সাহাপুরের সভামঞ্চে বক্তব্য শুরু করেন অন্নদাতাদের অভিবাদন জানিয়ে৷ কৃষক সুরক্ষা ইশুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে৷

এদিনও নাড্ডার নিশানায় ছিলেন মূলত দু’জন৷ রাজ্য়ের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়৷ পিসি-ভাইপোকে টার্গেট করেন বেশ কয়েকবার৷ তোলেন ত্রিপল চুরি, চাল চুরি আর তোলাবাজির প্রসঙ্গ৷ উঠে আসে মমতার অসহযোগিতায় কেন্দ্রীয় কৃষক প্রকল্প রাজ্যে চালু না হওয়ার বিষয়টিও৷ কিন্তু ওই পর্যন্তই৷ স্বল্পদৈর্ঘ্যের ভাষণে মমতার সরকারকে বিদায় করার আহ্বান জানালেও খুব ঝাঁঝাল কোনও কথা শোনা গেল না বিজপি সর্বভারতীয় সভাপতির মুখে৷

আরও পড়ুন:লাইভ আপডেট: সাহাপুরে কৃষকদের সঙ্গে সহভোজে জে পি নাড্ডা

কৃষকদের প্রতি নাড্ডার বার্তা, রাজ্য়ের পদ্ম ফুটলেই কৃষকদের সুদিন ফিরবে৷ তাই তৃণমূলকে বিদায় জানিয়ে বিজেপিকে সমর্থন জানানোর আবেদন করেন তিনি৷ স্বল্প দৈর্ঘ্য়ের ভাষণ শেষে কৃষকদের সঙ্গে এক পংক্তিতে বসে মধ্যাহ্নভোজ সারেন৷ সঙ্গে ছিলেন রাজ্য় বিজেপির সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্য়রা৷

ABOUT THE AUTHOR

...view details