মালদা, ১৩ ফেব্রুয়ারি: ডাকাতির ছক বানচাল করল ইংরেজবাজার থানার পুলিশ । ভোর রাতে ডাকাতির সরঞ্জাম সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।
ডাকাতির সরঞ্জাম সহ ধৃত পাঁচ - পাঠানটুলি এলাকা
ইংরেজবাজারে গোপন সূত্রে খবর পেয়ে পাঁচ যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র-সহ ডাকাতির সরঞ্জাম ।
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশের একটি দল বাইপাস সংলগ্ন পাঠানটুলি এলাকায় হানা দেয় । পাঁচ যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র-সহ ডাকাতির সরঞ্জাম । গ্রেপ্তার করা হয় ওই পাঁচ যুবককে । ধৃতদের নাম কালাম হোসেন, চন্দন কর্মকার, দেবাশিস রায়, বাহাদুর ঘোষ ও সাহেব ঘোষ । সাহেব কালিয়াচকের শাহবাজপুর এলাকায় বাসিন্দা । বাকিরা ইংরেজবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন, ডাকাতির উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় জমায়েত করেছিল । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।