মালদা, 1 জুন : পাইপগান, পিস্তল ও কার্তুজ-সহ গ্রেফতার দুই তৃণমূলকর্মী (Firearms Recovered in malda) । ধৃতদের বুধবার পুলিশি হেফাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে । পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র মজুত করছে তৃণমূল, দাবি বিজেপির ।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায়, তথ্যের ভিত্তিতে রাতে ভালুকা গ্রামপঞ্চায়েতের বরনাহি স্ট্যান্ডে হানা দিয়ে দুই যুবককে আটক করা হয় । জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । গ্রেফতার করা হয় ওই দুই যুবককে । ধৃত দুই যুবকের নাম মহম্মদ সহিদুল করিম ওরফে টিঙ্কু ও হাসানুজাম্মান ওরফে রানা । ধৃতরা হরিশ্চন্দ্রপুরের বরনাহি এলাকার বাসিন্দা । ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে, একটি পাইপগান, একটি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ । ধৃতদের বুধবার পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।