পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firearms Recovered : মালদায় পিস্তল, পাইপগান, কার্তুজ উদ্ধার ; গ্রেফতার দুই তৃণমূলকর্মী - কার্তুজ উদ্ধার

পাইপগান, পিস্তল ও তাজা কার্তুজ-সহ গ্রেফতার দুই তৃণমূলকর্মী (Firearms Recovered in malda)।পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র মজুত করছে তৃণমূল, দাবি বিজেপির ।

Cartridges Recovered news
কার্তুজ উদ্ধার

By

Published : Jun 1, 2022, 11:11 AM IST

Updated : Jun 1, 2022, 11:21 AM IST

মালদা, 1 জুন : পাইপগান, পিস্তল ও কার্তুজ-সহ গ্রেফতার দুই তৃণমূলকর্মী (Firearms Recovered in malda) । ধৃতদের বুধবার পুলিশি হেফাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে । পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র মজুত করছে তৃণমূল, দাবি বিজেপির ।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায়, তথ্যের ভিত্তিতে রাতে ভালুকা গ্রামপঞ্চায়েতের বরনাহি স্ট্যান্ডে হানা দিয়ে দুই যুবককে আটক করা হয় । জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । গ্রেফতার করা হয় ওই দুই যুবককে । ধৃত দুই যুবকের নাম মহম্মদ সহিদুল করিম ওরফে টিঙ্কু ও হাসানুজাম্মান ওরফে রানা । ধৃতরা হরিশ্চন্দ্রপুরের বরনাহি এলাকার বাসিন্দা । ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে, একটি পাইপগান, একটি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ । ধৃতদের বুধবার পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : ভদ্রেশ্বরে 5টি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ-সহ গ্রেফতার দুষ্কৃতী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "ধৃত দুই যুবক এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত । বিজেপি নেতা কিষাণ কেডিয়া বলেন, "পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল অস্ত্র মজুত করছে । নিরপেক্ষভাবে ভোট হলে তৃণমূলের হদিশ পাওয়া যাবে না । সেই কারণে ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য অস্ত্র মজুত করা হচ্ছে ।" ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি বলেন, "বিষয়টি আমি শুনেছি । তবে ধৃতদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই । তবে ওরা তৃণমূল কর্মী হলেও আইন আইনের পথে চলবে । হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে বিজেপির পায়ের তলায় মাটিটুকু নেই । শুধু মাত্র সন্ত্রাসের নাম করে দলটা টিকে রয়েছে ।"

Last Updated : Jun 1, 2022, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details