মালদা, 15 জুন : চলছিল 100 দিন প্রকল্পে মাটি কাটার কাজ ৷ সেই সময় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷
সম্প্রতি গোটা জেলাতেই 100 দিনের কাজ গতি পেয়েছে ৷ লকডাউনে ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে এই প্রকল্পে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার ৷ জেলা প্রশাসনও একাধিক প্রকল্পে মালদা জেলার 15টি ব্লকে এই কাজ শুরু করেছে ৷ এই প্রকল্পেই হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে শুরু হয়েছে ক্যানেল খোঁড়ার কাজ ৷ সেখানেই উদ্ধার হয় একটি পাইপগান ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷