পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

100 দিনের কাজের সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র

100 দিনের কাজ চলাকালীন উদ্ধার আগ্নেয়াস্ত্র ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে ।

firearms-came-out-while-digging-the-ground

By

Published : Jun 15, 2020, 10:59 PM IST

মালদা, 15 জুন : চলছিল 100 দিন প্রকল্পে মাটি কাটার কাজ ৷ সেই সময় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷

সম্প্রতি গোটা জেলাতেই 100 দিনের কাজ গতি পেয়েছে ৷ লকডাউনে ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে এই প্রকল্পে বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার ৷ জেলা প্রশাসনও একাধিক প্রকল্পে মালদা জেলার 15টি ব্লকে এই কাজ শুরু করেছে ৷ এই প্রকল্পেই হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে শুরু হয়েছে ক্যানেল খোঁড়ার কাজ ৷ সেখানেই উদ্ধার হয় একটি পাইপগান ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷

এই প্রসঙ্গে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল কালাম বলেন, “100 দিনের কাজ প্রকল্পে বাংরুয়া গ্রামে 5-6 দিন ধরে একটি ক্যানেলের কাজ চলছে ৷ আজ কাজ করার সময় এক শ্রমিক একটি পাইপগান দেখতে পায় ৷ এই কাজের সুপারভাইজ়ার বিষয়টি ফোন করে আমাকে জানান ৷ খবর পেয়ে আমি ঘটনাস্থানে চলে আসি ৷ তবে উদ্ধার হওয়া পাইপগানটি অনেক পুরোনো ৷ এরপরই আমি বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানাই ৷”

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তরফে বলা হয়, উদ্ধার হওয়া পাইপগানটি অনেক পুরোনো ৷ কীভাবে সেটি ওই এলাকায় এল তার খোঁজ চলছে৷

ABOUT THE AUTHOR

...view details