মালদা, ৩০ জানুয়ারি: শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে গাড়িতে আগুন (Fire in Car at Maldha) । অল্পের জন্য প্রাণে বাঁচল পুরো পরিবার । ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে । জানা গিয়েছে, রবিবার গাজোল থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলেন অজয় দাস । রথবাড়ি এলাকায় আসতেই তিনি গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন । তড়িঘড়ি সকলকে গাড়ি থেকে নামিয়ে ইঞ্জিন কভার খোলার চেষ্টা করেন তিনি । এরই মধ্যে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন:Car Caught Fire : গোঘাটে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য় প্রাণরক্ষা সওয়ারিদের