মালদা, 19 অক্টোবর:আজউদ্বোধনের কথা ছিল ৷ তার আগেই পুড়ে ছাই হয়ে গেল প্রতিমা-সহ গোটা প্যান্ডেল ৷ বহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার রবীন্দ্র ভবন সংলগ্ন ত্রিমোহিনী মোড় এলাকায় ৷ দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে তার আগেই মণ্ডপটি পুরোপুরি পুড়ে যায় ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার-সহ জেলা পুলিশের কর্তারা ৷ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন কাউন্সিলর ৷ প্রাথমিক তদন্তে দমকলকর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে ৷
জানা গিয়েছে, ত্রিমোহিনী মোড়ে দুর্গাপুজোর আয়োজন করেছিল আমরা সবাই ক্লাব ৷ এবার এই ক্লাবের থিম ছিল ‘ভক্তিতে শক্তি’ ৷ মণ্ডপটি তুলো দিয়ে তৈরি করা হয়েছিল ৷ আজ সন্ধে সাতটা নাগাদ হঠাৎ প্যান্ডেলে আগুন ধরে যায় ৷ ক্লাব সদস্য সহ স্থানীয়রা বিষয়টি আঁচ করার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে পুজো মণ্ডপ ৷ ক্লাবের সামনেই রয়েছে ট্রাফিক পুলিশের ক্যাম্প ৷ সেখান থেকে খবর যায় ইংরেজবাজার থানায় ৷ খবর যায় দমকলেও ৷ কিছুক্ষণের মধ্যেই দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ আসেন পুলিশ সুপার প্রদীপকুমার যাদব-সহ জেলা পুলিশের কর্তারা ৷