পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টনক নড়ল পুরাতন মালদা পৌরসভার, চালু হল কোয়ারানটিন সেন্টার - মালদা কোয়ারানটিন সেন্টার

ভিনরাজ্য থেকে জেলায় ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের থাকার জন্য কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করলেন পুরাতন মালদা পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাধাইপুরে থাকা B.Ed কলেজে এই সেন্টার চালু করা হয়েছে।

malda
মালদা

By

Published : Jun 2, 2020, 5:39 AM IST

মালদা, ২ জুন : শেষ পর্যন্ত টনক নড়ল পুরাতন মালদা পৌর কর্তৃপক্ষের৷ পৌরসভার উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের জন্য খোলা হল কোয়ারানটিন সেন্টার৷ গতকাল থেকে সেই সেন্টার চালু করা হয়েছে৷ প্রথম দিনে সেখানে ১৪ দিনের জন্য আশ্রয় নিয়েছেন ভিনরাজ্য ফেরত ১২ জন শ্রমিক৷ তাঁদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান৷ তাঁর বার্তা, শহরের কোথাও কোনও পরিযায়ী শ্রমিক ফিরে এলে এলাকার বাসিন্দারা যেন তাঁকে এই সেন্টারে পাঠায়৷ কোথাও কোনও সমস্যা হলে যেন তাঁদের খবর দেওয়া হয়৷ তাঁরাই ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কোয়ারানটিন সেন্টারে নিয়ে আসার ব্যবস্থা করবেন৷

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মালদা জেলার প্রায় দুই লাখ শ্রমিক ভিনরাজ্যে কাজে যায়৷ কোরোনা সংক্রমণ শুরু হওয়ার পর দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয় ৷ কাজ হারায় শ্রমিকরা৷ ঘরে ফেরার জন্য তাদের ব্যস্ততা শুরু হয়ে যায়৷ অনেকে নিজেদের উদ্যোগে গাড়ি ভাড়া করে, কেউ সাইকেল চালিয়ে, কেউবা হেঁটেই ঘরে ফেরা শুরু করে৷ অবশেষে কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়৷ দেশজুড়ে চলতে শুরু করে শ্রমিক স্পেশাল ট্রেন৷ তার ফলও মিলতে শুরু করে৷ গত কয়েকদিন ধরে প্রতিদিন এই জেলায় ফিরে আসছে হাজার হাজার পরিযায়ী শ্রমিক৷ জেলা প্রশাসনের সূত্রে খবর, ইতিমধ্যে ৭০ হাজারের বেশি শ্রমিক জেলায় ফিরে এসেছে৷ তাদের অনেককে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ অনেককে পাঠানো হয়েছে ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে৷ কিন্তু ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিকরা৷ সেখানে তাদের খাবার কিংবা পানীয় জল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ এনিয়ে তারা বিক্ষোভও দেখিয়েছে৷ যদিও জেলা প্রশাসন শ্রমিকদের ক্ষোভে কান দিতে নারাজ৷ প্রশাসনের পক্ষ থেকে কোয়ারানটিন সেন্টারে থাকা শ্রমিকদের খাবারের দায়িত্ব দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতগুলিকে৷ কিন্তু নিজেদের সীমিত অর্থে তাদের পক্ষে সেন্টারে থাকা শ্রমিকদের ১৪ দিন ধরে খাওয়ানো সম্ভব নয় বলে প্রশাসনকে জানিয়ে দেয় অধিকাংশ গ্রাম পঞ্চায়েত৷ এই অবস্থায় সেন্টারে বাড়ি থেকেই শ্রমিকদের খাবার সরবরাহ করা হচ্ছে৷

শুধু গ্রামাঞ্চল নয়, বর্তমানে শহরাঞ্চলের শ্রমিকরাও ভিনরাজ্য থেকে ঘরে ফিরতে শুরু করেছে৷ তাদের জন্য ইংরেজবাজার পৌরসভা একটি কোয়ারানটিন সেন্টার খুললেও, এতদিন পুরাতন মালদা পৌরসভা সেই ব্যবস্থা করেনি৷ এনিয়ে প্রশ্ন উঠছিল পুরাতন মালদায়৷ অবশেষে গতকাল থেকে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মাধাইপুরে থাকা B.Ed কলেজে সেই সেন্টার চালু করেছেন পৌর কর্তৃপক্ষ৷

এনিয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, “লকডাউনের পর দেশের বিভিন্ন রাজ্য থেকে ঘরে ফিরতে শুরু করেছে শ্রমিকরা৷ বর্তমানে তারা মূলত মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, দিল্লি প্রভৃতি এলাকা থেকে ফিরে আসছে৷ এদের মধ্যে পুরাতন মালদা পৌরসভার ১ থেকে ২০ নম্বর ওয়ার্ডের অনেক মানুষও রয়েছে৷ তাদের জন্য আমরা মাধাইপুর B.Ed কলেজে একটি কোয়ারানটিন সেন্টার চালু করেছি৷ ওই সেন্টারে থাকা শ্রমিকদের তিনবেলা খাবারের ব্যবস্থা আমরাই করব৷ তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে৷ আমরা শহরবাসীর কাছে আবেদন জানাচ্ছি, শহরের কোথাও কোনও শ্রমিক বাইরে থেকে ফিরে এলে সেখানকার লোকজন যেন ওই শ্রমিককে এই কোয়ারানটিন সেন্টারে পাঠিয়ে দেয়৷ অথবা তারা যেন আমাদের খবর দেয়৷ আমরাই ওই শ্রমিককে কোয়ারানটিন সেন্টারে আনার ব্যবস্থা করব৷”

ABOUT THE AUTHOR

...view details