মালদা, 4 অক্টোবর: 2021 সালে মালদার কিশোরের হাতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন তাঁর বাবা-মা, বোন ও ঠাকুমা ৷ সেই ঘটনাই এ বার তুলে ধরা হবে বড় পর্দায় ৷ নভেম্বর মাসে মুক্তি পাচ্ছে ‘কালিয়াচক চ্যাপ্টার 1’৷
19 জুন, 2021 ৷ সাতসকালে চমকে উঠেছিল সারা দেশ ৷ নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছলে এমনটা হতে পারে, ভাবতে পারছিল না কেউ ৷ যখন জানা গেল, এই ঘটনা ঘটিয়েছে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোর, সবার চোখ তখন কপালে উঠেছিল ৷ আঠারোয় পা দিতে চলা আন্নান মনোবিদদের চর্চার বিষয় হয়ে দাঁড়ায় ৷ চার মাস আগে নিজের হাতে সে খুন করেছে বাবা-মা, একমাত্র ছোট বোন আর ঠাকুমাকে ৷ বাড়ির ঠিক পাশেই নির্মীয়মাণ গুদামে সে লুকিয়ে রেখেছিল চার-চারটে লাশ ৷ প্রতিদিন সেখানে গিয়ে লাশের পর্যবেক্ষণও করত ৷ তাঁর ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বড় দাদা ৷ সৌভাগ্যবশত, 18 ফেব্রুয়ারির অভিশপ্ত রাতে ভাইয়ের হাত থেকে কোনওরকমে পালাতে পেরেছিলেন তিনি ৷ তবে ভাইয়ের হুমকিতে প্রাণের ভয়ে তিনি ঘটনার কথা কারওকে বলতে পারেননি ৷
শেষ পর্যন্ত মামার কাছে তিনি খুলে বলেছিলেন গোটা ঘটনা ৷ মামার সঙ্গে এসেই 18 জুন রাতে তিনি কালিয়াচক থানার পুলিশ আধিকারিকদের বিষয়টি জানান ৷ সব শুনে প্রথমে এই ঘটনা বিশ্বাস করতে পারেনি পুলিশ ৷ পরদিনই অবশ্য পুরনো 16 মাইল গ্রামের সেই নির্মীয়মাণ গুদাম থেকে চারটি পচাগলা দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনাই এ বার উঠে আসছে চলচ্চিত্রের পর্দায় ৷ আগামী নভেম্বরে মুক্তি পেতে চলেছে পূর্ণ দৈর্ঘ্যের ‘কালিয়াচক চ্যাপ্টার 1’৷
কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের পুরনো 16 মাইল এলাকার বাসিন্দা ছিলেন জাওয়াদ আলি (53)৷ কৃষিকাজের সঙ্গে একাধিক ব্যবসা করতেন তিনি ৷ তাঁর দুটি ডাম্পারও ছিল ৷ এনটিপিসিতে ছাইয়ের ব্যবসা ছিল তাঁর ৷ এলাকায় তোলাবাজ হিসাবেও কুখ্যাত ছিলেন ৷ স্থানীয় সূত্রে খবর, কালিয়াচক এলাকার কুখ্যাত দুষ্কৃতী আনসারির দলের অন্যতম সদস্য ছিলেন জাওয়াদ ৷ এলাকায় রুণু নামেই পরিচিত ছিলেন তিনি ৷ পরিবারে ছিলেন তাঁর মা আলেকজান বিবি (72), স্ত্রী ইরা বিবি (38), দুই ছেলে ও এক মেয়ে ৷ বড় ছেলে আরিফ মহম্মদ ওরফে রাহুল পারিবারিক জমি-জায়গা দেখাশোনা করতেন ৷ ছোট ছেলে আসিফ মহম্মদ ওরফে আন্নান স্থানীয় একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত ৷ মেয়ে আরিফা খাতুনও (13) গ্রামের একটি স্কুলে পড়াশোনা করত ৷ 18 ফেব্রুয়ারি আন্নান বাড়িতেই জলের ট্যাংকের মধ্যে শ্বাসরোধ করে মা-বাবা, ঠাকুমা ও বোনকে খুন করে ৷ চারটি দেহ পুঁতে দেয় নির্মীয়মাণ গুদামের মাটিতে ৷