পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Film of Murderer: বাবা-মা-বোন-ঠাকুমাকে নৃশংস খুন, মালদার কিশোরকে নিয়ে ছবির মুক্তি নভেম্বরে - Malda News

Film of Malda murderer: 2021 সালে নিজের হাতে বাবা-মা, বোন ও ঠাকুমাকে হত্যা করেছিল মালদার কিশোর আসিফ ৷ তাঁকে নিয়েই তৈরি হচ্ছে পূর্ণ দৈর্ঘ্যের ছবি ৷ অনেক অজানা কথা জানালেন মুখ্য অভিনেতা ৷

Film of Murderer
মালদার খুনিকে নিয়ে তৈরি ছবির মুক্তি নভেম্বরে

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 6:24 PM IST

Updated : Oct 4, 2023, 7:29 PM IST

মালদার খুনিকে নিয়ে তৈরি ছবির মুক্তি নভেম্বরে

মালদা, 4 অক্টোবর: 2021 সালে মালদার কিশোরের হাতে নৃশংস ভাবে খুন হয়েছিলেন তাঁর বাবা-মা, বোন ও ঠাকুমা ৷ সেই ঘটনাই এ বার তুলে ধরা হবে বড় পর্দায় ৷ নভেম্বর মাসে মুক্তি পাচ্ছে ‘কালিয়াচক চ্যাপ্টার 1’৷

19 জুন, 2021 ৷ সাতসকালে চমকে উঠেছিল সারা দেশ ৷ নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছলে এমনটা হতে পারে, ভাবতে পারছিল না কেউ ৷ যখন জানা গেল, এই ঘটনা ঘটিয়েছে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোর, সবার চোখ তখন কপালে উঠেছিল ৷ আঠারোয় পা দিতে চলা আন্নান মনোবিদদের চর্চার বিষয় হয়ে দাঁড়ায় ৷ চার মাস আগে নিজের হাতে সে খুন করেছে বাবা-মা, একমাত্র ছোট বোন আর ঠাকুমাকে ৷ বাড়ির ঠিক পাশেই নির্মীয়মাণ গুদামে সে লুকিয়ে রেখেছিল চার-চারটে লাশ ৷ প্রতিদিন সেখানে গিয়ে লাশের পর্যবেক্ষণও করত ৷ তাঁর ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বড় দাদা ৷ সৌভাগ্যবশত, 18 ফেব্রুয়ারির অভিশপ্ত রাতে ভাইয়ের হাত থেকে কোনওরকমে পালাতে পেরেছিলেন তিনি ৷ তবে ভাইয়ের হুমকিতে প্রাণের ভয়ে তিনি ঘটনার কথা কারওকে বলতে পারেননি ৷

শেষ পর্যন্ত মামার কাছে তিনি খুলে বলেছিলেন গোটা ঘটনা ৷ মামার সঙ্গে এসেই 18 জুন রাতে তিনি কালিয়াচক থানার পুলিশ আধিকারিকদের বিষয়টি জানান ৷ সব শুনে প্রথমে এই ঘটনা বিশ্বাস করতে পারেনি পুলিশ ৷ পরদিনই অবশ্য পুরনো 16 মাইল গ্রামের সেই নির্মীয়মাণ গুদাম থেকে চারটি পচাগলা দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনাই এ বার উঠে আসছে চলচ্চিত্রের পর্দায় ৷ আগামী নভেম্বরে মুক্তি পেতে চলেছে পূর্ণ দৈর্ঘ্যের ‘কালিয়াচক চ্যাপ্টার 1’৷

কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 2 গ্রাম পঞ্চায়েতের পুরনো 16 মাইল এলাকার বাসিন্দা ছিলেন জাওয়াদ আলি (53)৷ কৃষিকাজের সঙ্গে একাধিক ব্যবসা করতেন তিনি ৷ তাঁর দুটি ডাম্পারও ছিল ৷ এনটিপিসিতে ছাইয়ের ব্যবসা ছিল তাঁর ৷ এলাকায় তোলাবাজ হিসাবেও কুখ্যাত ছিলেন ৷ স্থানীয় সূত্রে খবর, কালিয়াচক এলাকার কুখ্যাত দুষ্কৃতী আনসারির দলের অন্যতম সদস্য ছিলেন জাওয়াদ ৷ এলাকায় রুণু নামেই পরিচিত ছিলেন তিনি ৷ পরিবারে ছিলেন তাঁর মা আলেকজান বিবি (72), স্ত্রী ইরা বিবি (38), দুই ছেলে ও এক মেয়ে ৷ বড় ছেলে আরিফ মহম্মদ ওরফে রাহুল পারিবারিক জমি-জায়গা দেখাশোনা করতেন ৷ ছোট ছেলে আসিফ মহম্মদ ওরফে আন্নান স্থানীয় একটি বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত ৷ মেয়ে আরিফা খাতুনও (13) গ্রামের একটি স্কুলে পড়াশোনা করত ৷ 18 ফেব্রুয়ারি আন্নান বাড়িতেই জলের ট্যাংকের মধ্যে শ্বাসরোধ করে মা-বাবা, ঠাকুমা ও বোনকে খুন করে ৷ চারটি দেহ পুঁতে দেয় নির্মীয়মাণ গুদামের মাটিতে ৷

কালিয়াচক চ্যাপ্টার 1 ছবিতে আসিফের মনস্তত্বের নানা দিক যেমন তুলে ধরা হচ্ছে, তেমনই কালিয়াচক এলাকার পজিটিভ ও নেগেটিভ বিষয়গুলিও উঠে আসছে ৷ তেমনটাই জানালেন এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করা অসীম আক্তার ৷ রতুয়া 2 নম্বর ব্লকের রাজাপুর গ্রামের বাসিন্দা ৷ জনপ্রিয় ইউটিউবার ৷ এ বার বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটছে ৷ এই ছবির পরিচালক রাতুল মুখোপাধ্যায় ৷ প্রযোজক মালদারই মহম্মদ আজহারউদ্দিন ৷ আগামী 11 অক্টোবর ছবির টিজার প্রকাশিত হবে ৷

আরও পড়ুন:'সৃজিতের সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রী'র মতো', 'দশম অবতার' থেকে বিশ্বকাপ, পুজো সব নিয়ে আড্ডায় প্রসেনজিৎ

বুধবার নিজের বাড়িতে বসে অসীম জানালেন, “আমরা অনেকদিন ধরেই চিন্তা করছিলাম, কালিয়াচক নিয়ে সমাজে কিছু বার্তা দেব ৷ কালিয়াচক নিয়ে মানুষের একটা ভয় রয়েছে ৷ আমরা মানুষের সেই ভয় কাটাতে চাইছিলাম ৷ কালিয়াচকের অন্য রূপও রয়েছে ৷ এখানেও প্রচুর শিক্ষিত মানুষের বসবাস ৷ তখনই আসিফ মহম্মদের ঘটনা আমাদের কাছে আসে ৷ এই ঘটনাটি আমাদের টিমের ইন্টারেস্টিং মনে হয় ৷ তবে এই ঘটনাটি ছবির একটি অংশ মাত্র ৷ এই ছবিতে আসিফের মানসিক দ্বন্দ্ব যেমন উঠে আসবে, তেমনই কালিয়াচকের বিভিন্ন দ্বন্দ্বের বিষয় দেখা যাবে ৷"

অসীম আরও জানান, মাস দেড়েক আগে শুটিং শুরু হলেও প্ল্যানিং চলছিল ছ’মাস আগে থেকে ৷ শুটিং প্রায় শেষ ৷ নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে প্রায় দু’ঘণ্টার ছবিটি মুক্তি পেতে পারে ৷ প্রথমে বড় পর্দায়, পরে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি দেখা যাবে ৷ এই ছবিতে অনেক চমক অপেক্ষা করছে বলে জানিয়েছেন অসীম আক্তার ৷ তিনি জানান, কলকাতার অনেক নামী অভিনেতা ও অভিনেত্রী এই ছবিতে অভিনয় করেছেন ৷

ছবিতে আসিফের চরিত্রেই অভিনয় করেছেন অসীম ৷ তিনি জানান, “এই চরিত্রে অভিনয় করতে আমাকে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তৈরি হতে হয়েছে ৷ আগে আমি হাসির ভিডিয়ো ইউটিউবে করতাম ৷ কিন্তু এই চরিত্রটি পুরোপুরি অন্য ৷ আসিফ বয়সে ছোট হলেও সে কিন্তু মেধাবী ৷ তা না হলে সে ইন্টারনেট কিংবা ডার্ক ওয়েভে সাবলীল কাজ করতে পারত না ৷ বাকি ছেলেদের তুলনায় সে কিন্তু পুরোপুরি আলাদা ৷ তার মধ্যে এমন ভায়োলেন্স কীভাবে ঢুকল, সেটা সত্যিই ভাবার বিষয় ৷ এই ঘটনা কিন্তু অভিভাবকদেরও অনেক বার্তা দিয়েছে ৷”

Last Updated : Oct 4, 2023, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details