মালদা, ২০ ফেব্রুয়ারি : মেয়ের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ বাবা। অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। থানায় জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। তাই আজ তিনি মেয়েকে ফিরে পেতে পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশ সুপার তাঁর মেয়েকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৈষ্ণবনগর থানার সুকদেবপুরের বাসিন্দা গৌতম রায়। পেশায় ঠিকাদার। তিনি যাদব সমিতির জেলা কমিটির সদস্য। ১৩ তারিখ থেকে মেয়েকে খুঁজে পাচ্ছেন না। খোঁজখবর নিয়ে জানতে পারেন, দুইশত বিঘি গ্রামের টোটোন মণ্ডল ও তার বাড়ির লোকজন তাঁর মেয়েকে অপহরণ করেছে। ১৩ তারিখেই গৌতমবাবু গোটা ঘটনা জানিয়ে বৈষ্ণবনগর থানায় মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন। নিজের অভিযোগপত্রে তিনি টোটোন সহ ৪ জনের নাম অভিযুক্ত হিসাবে দেন।