হরিশচন্দ্রপুর, 23 অক্টোবর : নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এখন বৃষ্টি কমলেও থেকে গিয়েছে সেই বৃষ্টির প্রভাব ৷ প্রভাব পড়েছে আমন ধানের চাষে ৷ তিনদিনের বৃষ্টিতে অনেক ক্ষেতেই জমে গিয়েছে জল। ধান ফলার মুখে জলে শুয়ে পড়েছে গাছ। এতে মাথায় হাত পড়েছে কৃষকদের। হরিশ্চন্দ্রপুরের কয়েকশো বিঘা জমিতে এই একই ছবি। কীভাবে চাষের ঋণ শোধ করবেন, তা ভেবে পাচ্ছেন না চাষিরা।
এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় ধান চাষে সমস্যা দেখা দিয়েছিল। কোথাও গাছে শিস আসলেও তাতে ধানের দানা ছিল না। কোথাও আবার গাছ লালচে হয়ে শুকিয়ে যাচ্ছিল। এনিয়েই চিন্তিত ছিলেন চাষিরা। এরমধ্যে তাঁদের চিন্তা আরও বাড়িয়েছে নিম্নচাপের জেরে বৃষ্টি ও তার প্রভাব। বিশেষত তুলসিহাটা, কুশিদা, কাহাট্টা, মহেন্দ্রপুর, অঙ্গারমুনি প্রভৃতি এলাকায় বিঘার পর বিঘা জমিতে ধান চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। কাহাট্টা গ্রামের আমন ধান চাষি ফুলকুমার মণ্ডল বলেন, “এই গ্রামে তিনদিন ধরে বৃষ্টি হয়েছে। তাতে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। এবার আমাদের কীভাবে খাদ্যের সংস্থান হবে ? তাই সরকারের কাছে আমরা সাহায্যের আর্জি জানাচ্ছি। শুধু ধানের জমিই নয়, বৃষ্টিতে এই এলাকার পুকুরগুলোও ভেসে গিয়েছে। মৎস্যচাষিদের অবস্থাও খুব খারাপ।”