মালদা, 12 সেপ্টেম্বর: সবজি বাজারে বিক্রি করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল চার কৃষকের ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন ৷ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের শ্যামনগর এলাকায় ৷ গাজোল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন দু’জন ৷ ঘাতক লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত টোটোটি উদ্ধার করা হয়েছে ৷ তবে লরির চালক-খালাসি পলাতক ৷ তাদের খোঁজ চলছে৷ গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে ৷
গাজোল ও সংলগ্ন বোমকা, আহোড়া এলাক সবজি উৎপাদনের জন্য বিশেষ পরিচিত ৷ আজ সকালে আহোড়া সংলগ্ন গৌরাঙ্গপুর গ্রাম থেকে পাঁচ জন কৃষক নিজেদের জমিতে উৎপাদিত সবজি গাজোল বাজারে বিক্রি করতে আসছিলেন ৷ একটি টোটোতে সবজি চাপিয়ে তাঁরা 12 নম্বর জাতীয় সড়ক ধরেই গাজোলের দিকে যাচ্ছিলেন ৷ শ্যামনগর এলাকায় পিছন থেকে একটি মালবাহী ডাম্পার সেই টোটোটিকে তীব্র গতিতে ধাক্কা মারে ৷ দুমড়ে মুচড়ে যায় টোটোটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷
চিকিৎসকরা তাঁদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন ৷ আরেকজনকে তখনই মালদা মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয় ৷ বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ তবে সৌভাগ্যক্রমে টোটোচালকের আঘাত ততটা গুরুতর নয় ৷