পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Potato Production in Malda: অত্যধিক ফলনে নিদ্রাহীন আলু চাষিরা - আলুর অধিক ফলন

আলুর অত্যধিক ফলনে দাম কমেছে ৷ মাথায় হাত আলু চাষিদের ৷ চাষের খরচটুকুও উঠবে কি না, তা নিয়ে সংশয় (Huge Potato Production in Malda) ।

Etv Bharat
মাথায় হাত আলু চাষিদের

By

Published : Mar 9, 2023, 8:42 PM IST

Updated : Mar 9, 2023, 10:11 PM IST

মাথায় হাত আলু চাষিদের

মালদা, 9 মার্চ: আবহাওয়া অনুকূল ৷ ফলনও হয়েছে বাম্পার ৷ তাতেই দুশ্চিন্তায় চোখে ঘুম নেই আলু চাষিদের (Malda Farmers Worried the Rate of Potato) ৷ কারণ, আলুর দাম ক্রমশই কমছে ৷ এই মুহূর্তে মাঠে আলু বিক্রি হচ্ছে 500 টাকা কুইন্টাল দরে ৷ কিন্তু যে গতিতে বাজারের পতন, তাতে অনুমান করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই আলুর দাম 300 টাকা প্রতি কুইন্টালে নেমে আসবে ৷ লাভ তো দূরের কথা, চাষের খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা ৷

মালদা জেলার 15টি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি আলুর চাষ হয় পুরাতন মালদায় ৷ তার মধ্যে মহিষবাথানি ও ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার সিংহভাগ জমিতেই আলুর চাষ করেন কৃষকরা ৷ গত দু’বছর অসময়ের বৃষ্টির কারণে জমির আলু জমিতেই পচে গিয়েছিল ৷ মাথায় হাত পড়েছিল আলুচাষিদের ৷ কিন্তু এবার প্রথম থেকেই আবহাওয়া ছিল খুব ভালো ৷ তাই এবার ফলনও হয়েছে বেশ ৷ কিন্তু চাষিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আলুর বাজারদর ৷

মহিষবাথানি অঞ্চলের মহেশকুড়ি এলাকায় নিজের জমি থেকে আলু তুলছিলেন প্রণতি রাজবংশী ৷ এবার নিজের 5 বিঘা জমিতে আলুচাষ করেছেন তিনি ৷ এই বছরের আলুর ফলন প্রসঙ্গেই তিনি বলেন, "কয়েকদিন ধরে আলু তুলতে শুরু করেছি ৷ এখনও পুরো মাঠের আলু তোলা হয়নি ৷ যা অনুমান, তাতে প্রতি বিঘায় 100 প্যাকেট (প্রতি প্যাকেট 50 কিলোর) আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে পাইকাররা আসতে শুরু করেছে ৷ ওরা 500 টাকা কুইন্টাল দর বলছে ৷ অর্থাৎ প্রতি বিঘার ফসলের দাম এখন 25 হাজার টাকা ৷ কিন্তু চাষের শুরুতেই প্রতি বিঘায় আমাদের 25 হাজার টাকা খরচ হয়ে গিয়েছে ৷ এক বস্তা সারের দাম পড়েছে দু’হাজার টাকা ৷ গত বছর মাঠেই আলুর দাম কুইন্টাল প্রতি 50-60 হাজার টাকা ছিল ৷ এভাবে চললে মানুষ বাঁচবে কীভাবে !" পরিস্থিতি থেকে রেহাই পেতে কৃষকরা ধান-পাটের মতো আলুরও সহায়ক মূল্য বেঁধে দেওয়ার দাবি জানিয়েছেন ৷ আলুর দাম আরও বাড়ানো হোক ৷

আরও পড়ুন:আবহাওয়া অনুকূল ! মালদায় রেকর্ড আম উৎপাদনের সম্ভাবনা

সিংদাপাড়া এলাকার আরও এক আলুচাষি কৃশান্ত রাজবংশী জানান, এবার আলুর ফলন বেশ ভালো ৷ এখন কুইন্টাল প্রতি 500 টাকা দর চলছে ৷ এই দামে আলু বিক্রি করতে হলে পুঁজিটাও আমাদের উঠে আসবে না ৷ প্রতি বিঘা আলু চাষে 27-28 হাজার টাকা খরচ ৷ এক বিঘাতে খুব বেশি হলে 100 প্যাকেট আলু উৎপাদন হয় ৷ আমরা তবু নিজের জমি চাষ করছি ৷ কিন্তু যারা লিজে জমি নিয়ে চাষ করেছে, তাদের অবস্থা আরও খারাপ ৷ প্রতি বিঘা জমি 7-8 হাজার টাকায় লিজ নিয়ে ওদের চাষ করতে হয় ৷ কী হবে জানি না ৷ শোনা যাচ্ছে আলুর দাম আরও কমবে ৷ পঞ্চায়েত ভোটের আগে সরকার কী করছে, আমরা এখন সেদিকেই তাকিয়ে ৷

Last Updated : Mar 9, 2023, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details