মালদা, 6 ডিসেম্বর:সোমবার থেকে নিখোঁজ ছিলেন এক কৃষক ৷ কোথাও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাঁর নামে থানায় মিসিং ডায়ারিও করেছিলেন ৷ অবশেষে বুধবার গঙ্গায় ভাসতে দেখা যায় এক কৃষকের দেহ ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায় ৷ এটি খুন, নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় সবাই ৷
মৃত কৃষকের নাম সেলিম শেখ ৷ বয়স 53 বছর ৷ বাড়ি কালিয়াচক থানারই ভারত-বাংলাদেশ সীমান্তের চরি অনন্তপুর সংলগ্ন রামাশংকরটোলা গ্রামে ৷ গত সোমবার ডোঙায় চেপে তিনি চলে জমিতে চাষ করতে চলে যান ৷ সেদিন থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ চারদিকে হন্যে হয়ে খুঁজেও কোনও সন্ধান না পেয়ে মঙ্গলবার সন্ধেয় কালিয়াচক থানায় তাঁর নামে মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা ৷
অবশেষে বুধবার সকালে চর বাবুপুর গ্রামের বাসিন্দারা গঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখেন ৷ দেহটি পাড়ে নিয়ে আসেন তাঁরা ৷ স্থানীয় মানুষজন দেহটি সেলিম শেখের বলে চিহ্নিত করেন ৷ খবর দেওয়া হয় তাঁর বাড়িতে ৷ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেহটি সেলিমের বলে শনাক্ত করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিক্যালে পাঠায় পুলিশ ৷