পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু'দিন নিখোঁজ থাকার পর গঙ্গা থেকে উদ্ধার কৃষকের দেহ ! কারণ নিয়ে ধোঁয়াশা - কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায়

Body Recovered: কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় এক কৃষকের দেহ ৷ দেহটি উদ্ধার করে পুলিশ ৷ এটি খুন, নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় সবাই ৷

Body Recovered News
নিখোঁজ থাকার পর গঙ্গা থেকে উদ্ধার কৃষকের দেহ

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 4:55 PM IST

মালদা, 6 ডিসেম্বর:সোমবার থেকে নিখোঁজ ছিলেন এক কৃষক ৷ কোথাও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাঁর নামে থানায় মিসিং ডায়ারিও করেছিলেন ৷ অবশেষে বুধবার গঙ্গায় ভাসতে দেখা যায় এক কৃষকের দেহ ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চর বাবুপুর এলাকায় ৷ এটি খুন, নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশায় সবাই ৷

মৃত কৃষকের নাম সেলিম শেখ ৷ বয়স 53 বছর ৷ বাড়ি কালিয়াচক থানারই ভারত-বাংলাদেশ সীমান্তের চরি অনন্তপুর সংলগ্ন রামাশংকরটোলা গ্রামে ৷ গত সোমবার ডোঙায় চেপে তিনি চলে জমিতে চাষ করতে চলে যান ৷ সেদিন থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ চারদিকে হন্যে হয়ে খুঁজেও কোনও সন্ধান না পেয়ে মঙ্গলবার সন্ধেয় কালিয়াচক থানায় তাঁর নামে মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা ৷

অবশেষে বুধবার সকালে চর বাবুপুর গ্রামের বাসিন্দারা গঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখেন ৷ দেহটি পাড়ে নিয়ে আসেন তাঁরা ৷ স্থানীয় মানুষজন দেহটি সেলিম শেখের বলে চিহ্নিত করেন ৷ খবর দেওয়া হয় তাঁর বাড়িতে ৷ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেহটি সেলিমের বলে শনাক্ত করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ পরে ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিক্যালে পাঠায় পুলিশ ৷

মৃত সেলিমের এক আত্মীয় আমিন শেখ বলেন, "দু'দিন আগে আমরা একসঙ্গেই চরে চাষ করতে গিয়েছিলাম ৷ টিনের ডোঙায় চরে গিয়েছিল ৷ ওখানে তরমুজ আর শশার চাষ করেছে ৷ আমরা একসঙ্গে কাজ শুরু করি ৷ কিন্তু দুপুর একটার পর থেকে ওকে আর দেখতে পাইনি ৷ বিকেলে আমরা সবাই চর থেকে বাড়ি ফিরে আসি ৷ কিন্তু সেলিম বাড়ি ফেরেনি ৷ আমরা সব জায়গায় ওর খোঁজ শুরু করি ৷ কিন্তু কোথাও ওর খোঁজ পাওয়া যায়নি ৷ শেষ পর্যন্ত আজ গঙ্গা থেকে ওর মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ সেলিম দুর্ঘটনায় মারা গিয়েছে, নাকি ওকে খুন করা হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখবে ৷"

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ পরে অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details