মালদা, 18 অক্টোবর:বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছিল স্নাতকোত্তরের ছাত্রের ঝুলন্ত দেহ ৷ পরিবারের লোকজন মৌখিকভাবে জানিয়েছিলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ব়্যাগিংয়ের শিকার ওই পড়ুয়া ৷ তার জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই পড়ুয়া ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন মৃত পড়ুয়ার পরিবারের লোকজন ৷ পাশপাশি পুলিশের কাছে ব়্যাগিংয়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ ইমেল মারফৎ অভিযোগ দায়ের করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও ৷ প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথম সেমেস্টারের পড়ুয়া ছিলেন গাজোলের শিসাডাঙা এলাকার উত্তম মার্ডি ৷ ক’দিন আগে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বাড়ি ফেরেন তিনি ৷ এরপর সোমবার বাড়ির বাথরুমে আত্নঘাতী হন ৷ প্রথম থেকেই পরিবারের সদস্যদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টলে ব়্যাগিংয়ের শিকার হয়েছেন ওই পডুয়া ৷ তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন ৷ ওই পড়ুয়ার মোবাইল ফোন থেকেও ব়্যাগিংয়ের বেশ কিছু চিহ্ন মিলেছে বলে দাবি পরিবারের ৷ তদন্তের স্বার্থে ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷