মালদা, 28 ফেব্রুয়ারি : ইংরেজবাজার থানার আইসির ফোন নম্বর ব্যবহার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ৷ যেখানে চারজন যুবককে খুঁজে দিতে পারলে 7 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারে ৷ তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার সত্যতা সামনে আনেন ইংরেজবাজারের আইসি মদনমোহন রায় ৷
পুলিশ আধিকারিকের ফোন নম্বর ব্যবহার করে ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় - ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আইসির নম্বর ব্যবহার করে চার যুবকের খোঁজ দেওয়ার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ৷ খোঁজ দিতে পারলে 7 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ৷ মালদার ইংরেজবাজার থানার ঘটনায় চাঞ্চল্য ৷ সাংবাদিক বৈঠক করে নিজের যুক্ত না থাকার কথা জানালেন ইংরেজবাজার থানার আইসি ৷
আরও পড়ুন : ইংরেজবাজারে পুলিশকর্মী-শিবসেনা বচসা-অবরোধ
পুরো ঘটনা নিয়ে আইসি মদনমোহন রায় জানান, তিনি পরিচিত একজনের কাছ থেকে ফোনে বিষয়টি জানতে পারেন ৷ আইসির কথায়, ‘‘কেউ বা কারা চারজন যুবকের খোঁজ দিতে পারলে 7 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে ৷ আর সেখানে যোগাযোগের জন্য আমার নম্বর দিয়ে দেয় ৷’’ আইসি এও স্পষ্ট করে দেন, যে এই নম্বর তিনি বা তাঁর থানা থেকে কেউ দেননি ৷ ইতিমধ্যে বিষয়টি নিয়ে মালদার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন আইসি মদনমোহন রায় ৷ অভিযুক্তদের ধরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷