মালদা, 6 ডিসেম্বর : সীমান্তের ওপার থেকে উড়ে এল প্যাকেট । সীমান্তে কর্তব্যরত জওয়ানরা সেই প্যাকেট খুলতেই ভিরত থেকে উদ্ধার চার লাখ দুই হাজার টাকা মূল্যের জালনোট। ঘটনাটি বৈষ্ণবনগরের চরিঅনন্তপুরে। BSF সূত্রে জানা গেছে, গতকাল সীমান্ত আউট-পোস্টের টাওয়ারে কর্তব্যরত ছিলেন এক জওয়ান । তখন এক বাংলাদেশি পাচারকারীকে সীমান্তের কাঁটাতারের উপর দিয়ে একটি প্যাকেট ছুঁড়তে দেখেন তিনি । দ্রুত সেই জওয়ান সেই প্যাকেটটি উদ্ধার করেন । প্যাকেটের ভিতর থেকে উদ্ধার হয় চার লাখ দুই হাজার টাকা মূল্যের জালনোট । উদ্ধার হওয়া নোটগুলি 2000 ও 500 টাকার । যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
সীমান্তের ওপার থেকে উড়ে এল প্যাকেট, ভিতরে জালনোট - উদ্ধার চার লাখ দুই হাজার টাকা মূল্যের জালনোট
গত ১৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত মালদায় উদ্ধার হওয়া জালনোটের পরিমাণ ৪৩ লাখ ২ হাজার টাকা। গত মাসে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছিলেন, মাদকদ্রব্যের বিনিময়ে সীমান্তের ওপার থেকে প্যাকেটে করে জালনোট এদেশে পাচার করেছে কারবারীরা ।
জালনোট উদ্ধার
সূত্রের খবর, গত ১৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত মালদায় উদ্ধার হওয়া জালনোটের পরিমাণ ৪৩ লাখ ২ হাজার টাকা। গত মাসে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছিলেন, মাদকদ্রব্যের বিনিময়ে সীমান্তের ওপার থেকে প্যাকেটে করে জালনোট এদেশে পাচার করেছে কারবারীরা । পাচারকারীদের রুখতে কড়া পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসন।