কলকাতা, 14 নভেম্বর: বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো ১২ লাখ টাকার জাল নোট। কলকাতা পুলিশের টাস্ক ফোর্স ও BSF-এর যৌথ অভিযানে এই জাল নোট উদ্ধার হয় ।
কলকাতা পুলিশের STF (স্পেশাল টাস্ক ফোর্স) জানতে পারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকা থেকে ভারতে পাচার হবে প্রচুর জাল নোট । STF-এর তরফে খবর দেওয়া হয় BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স)-কে । তাদের সাহায্য চাওয়া হয় । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাক চালককে ।
STF - এর কাছে গতকাল সোর্স মারফত খবর আসে বাংলাদেশের সোনা মসজিদ থেকে ট্রাকে করে এদেশে ঢুকবে বিপুল সংখ্যায় জালনোট । এরপর বর্ডার সিকিউরিটি ফোর্সের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । খবর পাওয়া গিয়েছিল মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে ঢুকবে ওই জালনোট । সেইমতো মেহেদিপুর চেকপোস্টে বাড়িয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা । প্রতিটি লরিতেই চালানো হচ্ছিল তল্লাশি। সেই তল্লাশির জেরে আজ সকাল সাড়ে নয়টা নাগাদ আটক করা হয় WB59B- 0749 নম্বরের একটি লরিকে। তল্লাশি চালিয়ে লরি থেকে উদ্ধার করা হয় 12 লাখ টাকার জাল নোট ।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নুর আলম শেখ নামে ওই ট্রাক ড্রাইভারকে । নুরের বাড়ি মালদার ইংলিশ বাজার এলাকার মেহেদিপুর গ্রামে। উদ্ধার হওয়া নোট এবং ট্রাক ড্রাইভারকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে তুলে দিয়েছে BSF। নুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।