পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Letter Head of Coal Minister : কয়লামন্ত্রীর নামে ভুয়ো চিঠিতে চাকরির সুপারিশ, মালদা থেকে গ্রেফতার 2

কয়লামন্ত্রীর নামে ভুয়ো চিঠি দিয়ে চাকরির সুপারিশ করে ই-মেল ৷ তদন্তে নেমে মালদা থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ (Fake Letter Head of Coal Minister Recovered by Newtown Police from Malda) ৷ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷

Fake Letter Head of Coal Minister Recovered by Newtown Police from Malda
Fake Letter Head of Coal Minister Recovered by Newtown Police from Malda

By

Published : Apr 12, 2022, 4:40 PM IST

মালদা, 12 এপ্রিল : কেন্দ্রীয় কয়লামন্ত্রীর ভুয়ো লেটারহেড ও জাল স্বাক্ষর ব্যবহার করে চাকরির সুপারিশ করার অভিযোগ (Fake Letter Head of Coal Minister Recovered by Newtown Police form Malda) ৷ আর সেই জালিয়াতির অভিযোগে মালদা থেকে গ্রেফতার বাবা ও ছেলে ৷ কোল ইন্ডিয়ার চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউটাউন থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে ৷ ধৃতদের নাম সঞ্জয় গোস্বামী এবং সুব্রত গোস্বামী ৷ আগামিকাল তাঁদের বারাসত আদালতে পেশ করা হবে ৷

পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর নামে ভুয়ো লেটারহেড ও সই জাল করে সুব্রত গোস্বামীর নামে চাকরির সুপারিশ করা হয় কোল ভবনে (Fake Letter Head of Coal Minister) ৷ প্রহ্লাদ যোশীর নামে একটি ই-মেল করা হয় ৷ কোল ভবন থেকে সেই ই-মেলটি যাচাই করার প্রক্রিয়া শুরু হতেই উঠে আসে আসল তথ্য ৷ এর পরেই কোল ভবনের চেয়ারম্যান 2021’র 24 অগাস্ট নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউটাউন থানার পুলিশ ৷

ই-মেলের সূত্র ধরে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সুব্রত গোস্বামীর বাবা সঞ্জয় গোস্বামীর নাম উঠে আসে ৷ সঞ্জয় গোস্বামী মালদা শহরের 2নং গভর্মেন্ট কলোনির বাসিন্দা ৷ নিউটাউন থানার পুলিশ ইংরেজবাজার থানার সঙ্গে যোগাযোগ করে ৷ সেইমতো আজ দুপুরে সঞ্জয় গোস্বামীর বাড়িতে হানা দেয় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ও মুখ্যসচিবের ভুয়ো লেটারহেড, রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রীর ভুয়ো পার্সোনেশন, স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষকের ভুয়ো সিল ও লেটারহেড ৷ এর পরেই গ্রেফতার করা হয় সঞ্জয় গোস্বামী এবং সুব্রত গোস্বামীকে ৷

কয়লামন্ত্রীর নামে ভুয়ো চিঠিতে চাকরির সুপারিশের অভিযোগে গ্রেফতার 2

আরও পড়ুন : Bidhannagar Fake Call Center : বিধাননগরে ভুয়ো কলসেন্টার থেকে প্রতারণা, 5 মহিলা-সহ গ্রেফতার 14

ইংরেজবাজার থানার আইসি আশিস দাস বলেন, “এটা নিউটাউন থানার মামলা ৷ ওই থানার সেকেন্ড অফিসার রামগোপাল পাল এসেছেন ৷ বাবার নামে মেইল আইডি তৈরি করে কেন্দ্রীয় কয়লামন্ত্রীর নামে ভুয়ো সুপারিশ কোল ভবনে পাঠানো হয়েছিল ৷ সেই ঘটনার তদন্তে নেমে নিউটাউন থানার পুলিশ আমাদের সহযোগিতায় মালদা শহরের 2নং গর্ভমেন্ট কলোনির বাড়িতে হানা দেয় ৷ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের লেটারহেড, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রীর ভুয়ো কাগজও পাওয়া গিয়েছে ৷ ধৃতদের নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ৷’’

আরও পড়ুন : BMC Election 2022 : কমিশনে দেওয়া জাতিগত শংসাপত্র ভুয়ো, বিধাননগরে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিউটাউন থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 419/420/468/469/471 IPC ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আগামিকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে ৷ সূত্রের খবর, ধৃত সঞ্জয় গোস্বামী ও সুব্রত গোস্বামী প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের গাড়ির চালকের দাদা এবং ভাইপো ৷ সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্ত্রীর সঙ্গে তাঁদের ছবি পাওয়া গিয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details