মালদা, 4 সেপ্টেম্বর : জাল নোট কারবারের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল NIA ৷ গতরাতে BSF-র সহযোগিতায় বৈষ্ণবনগরের মোহনপুর এলাকা হানা দিয়ে ওই পাণ্ডাকে গ্রেপ্তার করা হয় । ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমাণ্ডে হায়দরাবাদ নিয়ে যাচ্ছে NIA ৷
ধৃত ব্যক্তির নাম এনামূল হক, বয়স 46 । বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় । NIA সূত্রে জানা গেছে, জালনোট পাচারচক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে এনামূল । তার বাংলাদেশের কারবারিদের সঙ্গে যোগ রয়েছে ৷ এছাড়াও দক্ষিণ ভারতে জালনোটের বড় চক্রের সঙ্গে সে যুক্ত ।