পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NIA-র জালে জাল নোট কারবারি - NIA-র জালে জাল নোট কারবারি

জাল নোট কারবারের পাণ্ডা ধরা পড়ল NIA-র জালে ৷ NIA ট্রানজিট রিমান্ডের আবেদন করে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ বিচারকের নির্দেশে তদন্তের স্বার্থে হায়দরাবাদে ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে ৷

fake currency racket arrested by NIA in malda
NIA-র জালে জাল নোট কারবারি

By

Published : Sep 4, 2020, 7:26 PM IST

মালদা, 4 সেপ্টেম্বর : জাল নোট কারবারের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল NIA ৷ গতরাতে BSF-র সহযোগিতায় বৈষ্ণবনগরের মোহনপুর এলাকা হানা দিয়ে ওই পাণ্ডাকে গ্রেপ্তার করা হয় । ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতের মাধ্যমে ট্রানজিট রিমাণ্ডে হায়দরাবাদ নিয়ে যাচ্ছে NIA ৷

ধৃত ব্যক্তির নাম এনামূল হক, বয়স 46 । বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত মোহনপুর এলাকায় । NIA সূত্রে জানা গেছে, জালনোট পাচারচক্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে এনামূল । তার বাংলাদেশের কারবারিদের সঙ্গে যোগ রয়েছে ৷ এছাড়াও দক্ষিণ ভারতে জালনোটের বড় চক্রের সঙ্গে সে যুক্ত ।

আরও জানা গেছে, 2018 সালের 31 মার্চ কাস্টমস অ্যাক্টে মহম্মদ মেহেবুব, সায়েদ ইমরান, ফিরোজ শেখ ও তাজামূল শেখের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে মামলা রুজু করা হয় । 20189 সালের 26 জুন NIA স্পেশাল কোর্ট মহম্মদ মেহেবুব ও সায়েদ ইমরানের 10 বছরের কারাদণ্ড ও 10 হাজার টাকা জরিমানা হয় । ফিরোজ ও তাজামূলের বিরুদ্ধে এখনও ট্রায়াল চলছে ।

এদিকে, তদন্তে জাল নোট কারবারের আরেক পাণ্ডা এনামূলের নাম উঠে আসে । 2018 সাল থেকেই এনামূলের খোঁজ করছিল NIA ৷ এনামূলের গ্রেপ্তারির জন্য 25 হাজার টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details