পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ind-Bangladesh Trade Meeting : বাণিজ্য সংক্রান্ত সমস্যা নিয়ে মালদায় ইন্দো-বাংলা বৈঠক

আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে বৈঠকে বসেছিলেন ভারত ও বাংলাদেশের আমদানি ও রফতানিকারকরা ৷ মালদার মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয় (Ind-Bangladesh Trade Meeting)।

Ind-Bangladesh Trade Meeting
বাণিজ্য সংক্রান্ত সমস্যা নিয়ে মালদায় ইন্দো-বাংলা বৈঠক

By

Published : Mar 16, 2022, 9:25 AM IST

মালদা, 15 মার্চ : ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যক সম্পর্কের উন্নতি এবং এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অনুষ্ঠিত হল বৈঠক ৷ মালদা জেলার মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন ভারতের মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের পানামা বন্দরের ব্যবসায়ীরা ৷ বিশদ আলোচনার মাধ্যমে দুটি দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান বের করার উদ্যোগ নেওয়া হয় ৷ এছাড়া দুই দেশের বাণিজ্যে গতি আনার বিষয়েও আলোচনা চলে (Ind-Bangladesh Trade Meeting) ৷

মঙ্গলবার মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষের বৈঠকে অংশ নেন বাংলাদেশের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দস হোসেন, আমদানিকারক আতাউর রহমান রাজু-সহ প্রতিবেশী দেশের পানামা বন্দরের ব্যবসায়ীরা । ভারতের পক্ষে বৈঠকে ছিলেন মালদা শুল্ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস মুখোপাধ্যায়, মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি ঘোষ-সহ আরও অনেকে ।

বেশ কিছুদিন ধরেই ভারতীয় রফতানিকারকরা অভিযোগ করছিলেন, বাংলাদেশের পানামা বন্দরে ভারতীয় লরি থেকে সঠিক সময়ে মালপত্র খালি করা হচ্ছে না । এতে একদিকে যেমন তাঁরা আর্থিকভাবে প্রভাবিত হচ্ছেন, তেমনই সমস্যায় পড়ছেন মালপত্র নিয়ে যাওয়া ভারতীয় লরি চালক ও খালাসিরা । তাই সময় মত মাল খালি করে লরিগুলি যাতে 48 ঘণ্টার মধ্যে ভারতীয় সময় সকাল সাড়ে আটটার মধ্যে ফিরে আসে তার জন্য বৈঠকে আবেদন জানান ভারতীয় ব্যবসায়ীরা ৷ তাঁদের দাবি, বাংলাদেশ থেকে খালি গাড়ি এদেশে ফিরে আসার জন্য বিএসএফ (BSF) এবং বিজিবিকে (BGB) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ।

আরও পড়ুন : KMC Fine Amount: জল-জঞ্জাল জরিমানা, মোটা টাকা আয় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের

বৈঠকের পর বাংলাদেশের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দস হোসেন বলেন, "সভায় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । যে কোনও বিষয়েই সমস্যা থাকে । এখানেও রয়েছে । তবে শুধু আলোচনা করেই সমস্যার সমাধান হবে না । তার জন্য দু’পক্ষকেই এগিয়ে আসতে হবে । প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ।"

মালদা শুল্ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "এদিনের বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । মূলত পরিকাঠামো এবং পদ্ধতিগত সমস্যার জন্য বাণিজ্যে প্রভাব পড়ছে । দু’পক্ষই সমস্যা সমাধানের রাস্তা খুঁজছে । আজকের বৈঠকে শুল্ক সম্পর্কে কোনও সমস্যার কথা কেউ জানাননি । তবু যদি এক্ষেত্রেও কোনও সমস্যা থাকে, আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details