মালদা, 23 মে: একের পর এক বেআইনি বাজি কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসছে ৷ এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর রবিবার বজবজে ফের বিস্ফোরণ ৷ আজ ভোরে মালদায় বাজি মজুতের গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছে এক ভ্যানচালকের ৷ এ নিয়েও প্রশ্ন নানাবিধ প্রশ্ন উঠছে ৷
এই বাজির গুদামটি নেতাজি পৌর বাজারে অবস্থিত ৷ এখানে গা ঘেঁষাঘেঁষি করে বহু দোকান থাকায় জায়গাটি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে ৷ স্থানীয়দের আশঙ্কা ছিল, যে কোনও দিন এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে ৷ মঙ্গলবার সকালে তা সত্যি হল ৷ সকালে পৌনে সাতটা নাগাদ স্থানীয়রা বিকট আওয়াজ শুনতে পান ৷ দেখা যায়, গুদামটির শাটার নামানো রয়েছে এবং ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরচ্ছে ৷ সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে মিনিট দশেকের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ এরপর শাটার খুলে আগুন নেভাতে গেলে সেখানে একজনের মৃতদেহ পাওয়া যায় ৷ দেহটি ভ্যানচালক রাজু ঋষির (45) ৷ জানা গিয়েছে, তিনি ভোরে ওই গুদামে কার্বাইডের জার রাখার কাজ করছিলেন ৷
দমকলকর্মীদের অনুমান, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে তার ধাক্কায় বাজি গুদামের শাটারটি পড়ে গিয়ে থাকতে পারে ৷ তাতে সেখানেই আটকে পড়েন ভ্যানচালক রাজু ৷ ফলে জীবন্ত পুড়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর দাবি, ওই গুদামে মজুত রাখা বাজি থেকে কোনও বিস্ফোরণ হয়নি ৷ প্রতিদিনের মতো ভোর ছ'টা নাগাদ কার্বাইডের গাড়ি এসেছিল ৷ সেই গাড়িটি থেকে গুদামে কার্বাইড রাখার সময় বিস্ফোরণ হয় ৷ তিনি আরও দাবি করেন, আগুন খুব একটা ছড়ায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷