পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, 5 জনের মৃত্যু - malda

সুজাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ ৷ মৃত 5।

সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ
সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ

By

Published : Nov 19, 2020, 12:48 PM IST

Updated : Nov 19, 2020, 1:29 PM IST

মালদা, 19 নভেম্বর : সুজাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ ৷ পাঁচজনের মৃত্যু ৷ আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ জখম 10-12 জন। ঘটনাস্থান থেকে জখমদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘ ওই প্লাস্টিক কারখানায় 15 থেকে 20 জন শ্রমিক কাজ করছিলেন ৷ প্লাস্টিক গলানোর মেশিনে বিস্ফোরণ হয়ে যায় ৷ বীভৎস আওয়াজ হওয়ায় আমরা সবাই ছুটে যাই ৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কাউকেই চেনা যাচ্ছিল না ৷ প্রায় 10-15 জন শ্রমিক জখম হয়েছেন ৷ মারাও গেছে কয়েকজন শ্রমিক ৷’’

প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ

জানা যাচ্ছে, কারখানার প্লাস্টিক গলানোর মেশিনটি অত্যধিক গরম হয়ে গেছিল ৷ তারপরই সেটি বিকট আওয়াজে ফেটে যায় ৷ কারখানার ভিতরে থাকায় শ্রমিকরা সেখান থেকে বেরোতে পারেননি ৷

Last Updated : Nov 19, 2020, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details