মালদা, 12 নভেম্বর: সমাজ সেবামূলক কাজের জন্য পদ্মশ্রী (Padma Shri) পেয়েছেন গাজোলের কোটালহাটি গ্রামের কমলি সোরেন (Guru Maa Kamali Soren )। গত 9 নভেম্বর খালি পায়ে হেঁটে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার নেন তিনি । দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান নিয়ে আজ বাড়ি ফিরলেন মালদার পদ্মশ্রী ।
কমলিদেবীর বাবার বাড়ি পুরাতন মালদার বাগমারা গ্রামে । কম বয়সে বিয়ে হয় তাঁর । স্বামীর মৃত্যুর পর তিনি চলে যান গাজোলের কোটালহাটি গ্রামে । সেখানে রাজেন বাবাজির আশ্রমই এখন কমলি সোরেনের ঠিকানা ।
এখানে থেকেই গত 25 বছর ধরে সমাজসেবায় নিজেকে সমর্পণ করেছেন তিনি ৷ আদিবাসীদের পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনা, তাঁদের উন্নয়নই লক্ষ্য কমলি সোরেনের ৷ আদিবাসীদের প্রাচীন রীতির চিকিৎসা পদ্ধতিকে কাজে লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরে দুঃস্থ মানুষের চিকিৎসা করেন তিনি । মেয়েদের বাল্য বিবাহ রুখে তাদের শিক্ষার আলো দেখাতে সাহায্য করেন ।
আরও পড়ুন:Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী