পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Padmashri kamali soren : খালি পায়েই মালদায় ফিরলেন পদ্মশ্রী কমলি সোরেন

রাষ্ট্রপতি ভবনে খালি পায়ে হেঁটে গিয়ে রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার গ্রহণ করেছিলেন গুরু মা কমলি সোরেন (Guru Maa Kamali Soren ) ৷ এই সম্মান নিয়ে তিনি মালদায় ফিরলেন খালি পায়েই ৷

padma-shri-winner-guru-maa-kamali-soren-returned-malda
খালি পায়েই মালদায় ফিরলেন পদ্মশ্রী কমলি সোরেন

By

Published : Nov 12, 2021, 5:58 PM IST

মালদা, 12 নভেম্বর: সমাজ সেবামূলক কাজের জন্য পদ্মশ্রী (Padma Shri) পেয়েছেন গাজোলের কোটালহাটি গ্রামের কমলি সোরেন (Guru Maa Kamali Soren )। গত 9 নভেম্বর খালি পায়ে হেঁটে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার নেন তিনি । দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান নিয়ে আজ বাড়ি ফিরলেন মালদার পদ্মশ্রী ।

কমলিদেবীর বাবার বাড়ি পুরাতন মালদার বাগমারা গ্রামে । কম বয়সে বিয়ে হয় তাঁর । স্বামীর মৃত্যুর পর তিনি চলে যান গাজোলের কোটালহাটি গ্রামে । সেখানে রাজেন বাবাজির আশ্রমই এখন কমলি সোরেনের ঠিকানা ।

এখানে থেকেই গত 25 বছর ধরে সমাজসেবায় নিজেকে সমর্পণ করেছেন তিনি ৷ আদিবাসীদের পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনা, তাঁদের উন্নয়নই লক্ষ্য কমলি সোরেনের ৷ আদিবাসীদের প্রাচীন রীতির চিকিৎসা পদ্ধতিকে কাজে লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরে দুঃস্থ মানুষের চিকিৎসা করেন তিনি । মেয়েদের বাল্য বিবাহ রুখে তাদের শিক্ষার আলো দেখাতে সাহায্য করেন ।

আরও পড়ুন:Smugglers Killed in BSF Firing : সিতাইয়ে বিএসএফের গুলিতে মৃত 3 গরুপাচারকারী

দিল্লি থেকে ফিরে আজ সকালে মালদায় এসে পৌঁছন কমলি সোরেন । তাঁকে সংবর্ধনা জানাতে আশ্রম থেকে এসেছিলেন ভক্তরা । মালদা টাউন স্টেশন থেকে হুড খোলা গাড়িতে মিছিল করে গাজোলের উদ্দেশে রওনা দেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত 'গুরু মা' ।

খালি পায়েই মালদায় ফিরলেন পদ্মশ্রী কমলি সোরেন

আরও পড়ুন:Jagdeep Dhankhar-Amit Mitra : অমিতের কাছে বঙ্গে বিনিয়োগের হিসাব চাইলেন রাজ্যপাল

কীভাবে দেখছেন এই পুরস্কারকে ? ইটিভি ভারতকে কমলিদেবী বলেন, “গত 25 বছর ধরে আমি আশ্রমে থাকি । শিশুদের পড়াই । হিন্দু ধর্মের দুঃস্থ পরিবারগুলিকে নিজের সাধ্যমতো সাহায্য করি । মেয়েদের কম বয়সে বিয়ে রুখে তাদের শিক্ষার আলো দেখানোর চেষ্টা করি । এই পুরস্কার আমাকে নিজের কাজ করার ক্ষেত্রে আরও অনুপ্রেরণা দেবে । সরকার থেকে যদি আশ্রমের উন্নতির জন্য সাহায্য পাওয়া যায়, সেই আবেদন রাষ্ট্রপতি-সহ অন্যান্যদের জানিয়েছি ।”

আরও পড়ুন:Padma Awards 2021 : পদ্মশ্রী বাংলার সাত, রাষ্ট্রপতি ভবনে সম্মান জানানো হল এবছরের পদ্ম প্রাপকদের

ABOUT THE AUTHOR

...view details