পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chanchal College: পরীক্ষা বাদ দিয়ে শহিদ দিবসের মিছিলে, টিএমসিপির চাপে পরীক্ষার্থীদের খাতা জমা নিতে বাধ্য হল কলেজ - পরীক্ষা বাদ দিয়ে শহিদ দিবসের মিছিলে পরীক্ষার্থীরা

চাঁচল কলেজে পরীক্ষার্থীরা পরীক্ষা বাদ দিয়ে শহিদ দিবসের মিছিলে অংশ নেন (Chanchal College) ৷ ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ওই পরীক্ষার্থীদের খাতা জমা নিতে রাজি হয়নি কলেজ কর্তৃপক্ষ । শেষ পর্যন্ত টিএমসিপির চাপে পরীক্ষার্থীদের খাতা জমা নিতে বাধ্য হল কলেজ ।

Chanchal College News
পরীক্ষা বাদ দিয়ে শহিদ দিবসের মিছিলে পরীক্ষার্থীরা

By

Published : Jul 5, 2022, 10:14 AM IST

মালদা, 5 জুলাই: পরীক্ষা বাদ দিয়েই তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি মিছিলে অংশ নিলেন পরীক্ষার্থীরা (Examinee attend TMC rally Rejecting exam) । এদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ওই পরীক্ষার্থীদের খাতা জমা নিতে রাজি হয়নি কলেজ কর্তৃপক্ষ । আসরে নামে তৃণমূল ছাত্র পরিষদ । প্রত্যেক পরীক্ষার্থীর খাতা জমা দেওয়ার দাবিতে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ । কলেজে চলে আসে পুলিশ । শেষপর্যন্ত রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের সামনে নতিস্বীকার করতে হয় অধ্যক্ষকে । যদিও ক্যামেরার সামনে সেকথা স্বীকার করেননি তিনি । ঘটনাটি ঘটেছে চাঁচল কলেজে ।

চাঁচল কলেজে অনলাইনে স্নাতক স্তরের চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলছিল । কলেজে বসেই পরীক্ষা দিচ্ছিলেন ছাত্রছাত্রীরা । জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীনই তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের নির্দেশে পরীক্ষার্থীরা 21 জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচির প্রস্তুতি মিছিলে যেতে বাধ্য হন । মিছিল শেষে তাঁরা যখন কলেজে ফিরে আসেন, তখন খাতা জমা দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে । কলেজ কর্তৃপক্ষও তাঁদের খাতা জমা নিতে অস্বীকার করে । এতে ক্ষুব্ধ টিএমসিপি নেতৃত্ব পড়ুয়াদের নিয়ে ঘণ্টাখানেক ধরে অধ্যক্ষের ঘরে ঘিরে বিক্ষোভ দেখান । খবর পেয়ে চাঁচল থানার পুলিশ কলেজে চলে আসে । শেষপর্যন্ত টিএমসিপি নেতৃত্বের দাবি মেনে নিতে বাধ্য হন অধ্যক্ষ । সমস্ত পরীক্ষার্থীর খাতা জমা নেওয়া হয় ।

পরীক্ষা বাদ দিয়ে শহিদ দিবসের মিছিলে গেল পরীক্ষার্থীরা

আরও পড়ুন: স্নাতক স্তরে ভর্তির আবেদন শুরু 18 জুলাই থেকে

সংবাদমাধ্যমের সামনে চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাসের দাবি, টিএমসিপি কিংবা পড়ুয়ারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাননি । তাঁর বক্তব্য, "কোনও ঘরে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা জমা দিতে সমস্যা হওয়ায় একটু গোলমাল হয়েছিল । বিষয়টি জানতে ওরা আমার কাছে এসেছিল । এটা ঠিক বিক্ষোভ নয় । তবে পরীক্ষা দিতে দিতে ছাত্রছাত্রীরা মিছিলে বোধহয় যাননি । যাই হোক, সব পরীক্ষার্থীর খাতা জমা নেওয়া হয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details