মালদা, 12 অগস্ট: প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ইতিমধ্যে নির্দিষ্ট মাপের প্লাস্টিক ছাড়া অন্যান্য প্লাস্টিক ক্যারিব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । দীর্ঘ সময় ধরে ব্যবহার হওয়া নিষিদ্ধ প্লাস্টিক এখনও পরিবেশে ছড়িয়ে রয়েছে । সেই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করে পরিবেশ মুক্ত করার দিশা দেখাচ্ছে অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশনের বর্তমান ও প্রাক্তনীরা (Ex Students are Making Eco Bricks)। পাইলট প্রোজেক্টে 'ইকো ব্রিক' দিয়ে ফোয়ারা নির্মাণ করে আগামী 14 অগস্ট জেলা প্রশাসন, পুরসভা ও সাধারণ মানুষের সামনে প্রদর্শনী করতে চলেছে এই শহরের স্বনামধন্য স্কুলের সঙ্গে জড়িতরা ।
আরও পড়ুন:প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, না-মানলে জরিমানা
স্কুলের এক প্রাক্তনী তমালকৃষ্ণ বসাক বলেন, "স্কুলের বর্তমান, প্রাক্তন ছাত্র-শিক্ষ-শিক্ষাকর্মী একত্রিত হয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে থাকি । এখন আমরা পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করছি । প্লাস্টিক মুক্ত সমাজ করতে আমরা 'ইকো ব্রিক' তৈরির উদ্যোগ নিয়েছি । এটাকে পরিবেশ বান্ধব ইট বলা যায় । যে সমস্ত প্লাস্টিক পুনর্ব্যবহারের উপযোগী নয়, যা সাধারণত মানুষ ফেলে দেয় । সেগুলি নদী-নালায় জমা হয়ে পরিবেশ দূষণ করে । এই প্লাস্টিক থেকে সমাজকে মুক্তি দিতে এই প্রয়াস । বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক কুড়িয়ে সেই প্লাস্টিকগুলোকে শক্ত করে বোতলে ভরে ইট তৈরি করা হচ্ছে । সেই ইট ব্যবহার করে আমরা অক্রূরমণি করোনেশন হাইস্কুলে একটি ফোয়ারা নির্মাণ করছি ।"