পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন KLO সদস্য

ধৃত ব্যক্তি আগে KLO-র সঙ্গে যুক্ত ছিল । পরে সমাজের মূল স্রোতে ফিরে আসে ।

Ex klo member arrested in malda
মালদার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন কেএলও সদস্য

By

Published : Nov 1, 2020, 10:08 PM IST

মালদা, 1 নভেম্বর : যুবতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক । ধৃতের নাম সঞ্জীব দাস । তাঁঁকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত ।

একসময় এলাকার আরও অনেকের সঙ্গে নিষিদ্ধ সংগঠন, কামতাপুর লিবারেশন অর্গানাইজ়েশনে (KLO) নাম লিখিয়েছিল হবিবপুর ব্লকের ভবানীপুর গ্রামের যুবক সঞ্জীব দাস৷ এলাকায় তাকে সাধু নামেই চেনে সবাই৷ পরে সে সমাজের মূল স্রোতে ফিরে আসে৷ মুখ্যমন্ত্রীর পুনর্বাসন প্রকল্পে সে সম্প্রতি হোমগার্ডের চাকরিও পায়৷ সেই সাধুকেই এক যুবতির বাড়ি গিয়ে তাঁকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার করেছে হবিবপুর থানার পুলিশ৷ সঞ্জীবের বয়স 33 বছর৷ তার উপর সংগঠনের তহবিল তৈরির দায়িত্ব ছিল বলে জানা গিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, সংগঠনের তহবিল তৈরির জন্য সাধু একসময় হবিবপুর ও বামনগোলা এলাকায় রীতিমতো সন্ত্রাসের আবহ তৈরি করেছিল৷ তার সঙ্গে মালখান সিং-এর ঘনিষ্ঠতাও বেশ ভালো ছিল৷ কিন্তু পরবর্তী সময়ে উত্তর-পূর্ব ভারতে KLO-র তৎপরতা কমতে শুরু করে ৷ নিরাপত্তা বাহিনীর চাপে বাংলাদেশে আত্মগোপন করতে বাধ্য হন সংগঠনের প্রধান জীবন সিংহ৷ তখনই ছন্নছাড়া হতে শুরু করে এই সংগঠন৷ এরই মধ্যে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যুক্ত হওয়া রাজ্যের যুবক-যুবতিদের সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান৷ সেই সুযোগটাই খুঁজছিল এই জেলার KLO সদস্যরা৷ জেলার 72 জন যুবক ওই সংগঠন ছেড়ে আত্মসমর্পণ করে৷ তাদের সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী৷ অনেক টালবাহানার পর পুজোর আগে এর মধ্যে 64 জনকে প্রশিক্ষণ দিয়ে জেলায় হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছে৷ সেই চাকরি পেয়েছিল সাধু৷ সে বিবাহিত৷ তার দু'টি সন্তানও রয়েছে৷

গতকাল দুপুর একটা নাগাদ সাধু হঠাৎ ওই যুবতির বাড়িতে হাজির হয়৷ তার বাবাকে লক্ষ্য করে গালিগালাজ করে বলে অভিযোগ ৷ বাইরে চিৎকার শুনে যুবতি ও তাঁর বাবা ঘর থেকে বেরিয়ে আসেন এবং প্রতিবাদ করেন ৷ তখনই সাধু তাঁদের হুমকি দেয়, সে জঙ্গি৷ সে ওই যুবতির বিয়ে হতে দেবে না৷ এর প্রতিবাদ করতেই যুবতিকে মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ ৷ তাঁরা চিৎকার শুরু করলে সাধু একটি ধারালো হাঁসুয়া উন্মত্তের মতো ঘোরাতে শুরু করে৷ আশেপাশের লোকজন ঘটনাস্থানে এলে সেখান থেকে পালিয়ে যায় সাধু ৷ আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে সাধুকে গ্রেপ্তার করে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details