পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 29, 2020, 4:32 PM IST

ETV Bharat / state

প্রতিমা নিরঞ্জনের পর নদী থেকে দ্রুত কাঠামো তোলা হোক, দাবি পরিবেশপ্রেমীদের

নদী বাঁচাও আন্দোলনে রাজ্যে পরিচিত মুখ তুহিনশুভ্র মণ্ডল ৷ বালুরঘাটের বাসিন্দা ৷ আত্রেয়ী বাঁচাও আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি ৷ শুধু আত্রেয়ী নয়, মহানন্দাকে দীর্ঘজীবী করে তুলতেও তিনি ময়দানে নেমে পড়েছেন ৷ এভাবে নদীতে প্রতিমা বিসর্জনের বিরোধী তিনি ৷

Malda news
মহানন্দায় প্রতিমা নিরঞ্জন

মালদা, 29 অক্টোবর : এবারের মতো দুর্গাপুজো শেষ ৷ নিরঞ্জন পর্বও শেষ হয়ে গেছে ৷ কিন্তু এখনও মহানন্দায় ভেসে বেড়াচ্ছে কয়েকটি প্রতিমার কাঠামো ৷ একই ছবি উত্তরের প্রায় সব জায়গায় ৷ আর প্রতিমায় ব্যবহৃত বিষ মিশেছে নদীর জলে ৷ এরই মাঝে আগামীকাল ও পরশু লক্ষ্মীপুজো ৷ এগিয়ে আসছে জগদ্ধাত্রী ও কালীপুজোও ৷ সেসব প্রতিমাও নিরঞ্জন হবে নদীর জলে ৷ ফলে আরও বিষাক্ত হবে নদী ৷ সংকটে পড়বে জলজ প্রাণীরা ৷ এই অবস্থায় প্রশাসন ও পৌরসভাগুলির কাছে দ্রুত নদী থেকে কাঠামো তোলার আবেদন জানাচ্ছেন পরিবেশপ্রেমীরা ৷

পুজোর সময় প্রতিমা নিরঞ্জনের হাত থেকে নদীগুলিকে বাঁচাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরিবেশবিদরা ৷ এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে ৷ তার জেরে এখন গোটা রাজ্যে প্রতিমা নিরঞ্জনের সময় কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ নদীতে পুজোর ফুল-বেলপাতা সহ অন্য উপকরণ ফেলা নিষিদ্ধ করা হয়েছে প্রায় সবখানেই ৷ বিসর্জনের পর প্রতিমার কাঠামো নদী থেকে তোলার ব্যবস্থাও করা হয়েছে প্রায় সব জায়গায় ৷ অনেক জায়গায় কয়েকজন নদী থেকে প্রতিমার কাঠামো সংগ্রহ করে ৷ কিন্তু তবু বিষ মিশছে নদীতে৷ কারণ, প্রতিমা তৈরিতে এখন ব্যবহৃত হয় বিষাক্ত রং ৷ থাকে অনেক রাসায়নিকও ৷ এতে বিপন্ন হচ্ছে নদীতে থাকা জলজ প্রাণীর দল ৷ এমন চলতে থাকলে নদীর ভবিষ্যত আরও খারাপ হবে বলেই মনে করা হচ্ছে ৷

মহানন্দায় প্রতিমা নিরঞ্জন

আরও পড়ুন : আগামী বছর থেকে কৃত্রিম পুকুরে প্রতিমা নিরঞ্জনের পরিকল্পনা কলকাতা পৌরনিগমের

নদী বাঁচাও আন্দোলনে রাজ্যে পরিচিত মুখ তুহিনশুভ্র মণ্ডল ৷ বালুরঘাটের বাসিন্দা ৷ আত্রেয়ী বাঁচাও আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি ৷ শুধু আত্রেয়ী নয়, মহানন্দাকে দীর্ঘজীবী করে তুলতেও তিনি ময়দানে নেমে পড়েছেন ৷ এভাবে নদীতে প্রতিমা বিসর্জনের বিরোধী তিনি ৷ তুহিনবাবু বলেন, “নদী কিংবা জলাশয় থেকে যে কোনও প্রতিমার কাঠামো দ্রুত তুলে নেওয়া প্রয়োজন ৷ কারণ প্রতিমায় বিভিন্ন রাসায়নিক মিশ্রিত রং থাকে৷ তার মধ্যে রয়েছে সীসা, ক্রোমিয়াম সহ বিভিন্ন ধরনের বিষ৷ এসব যখন জলে মেশে তখন জল দূষিত হয় ৷ ক্ষতিগ্রস্ত হয় জলের জীববৈচিত্র ৷ ক্ষতি হয় মাছের ৷ তাই প্রতিমার কাঠামো দ্রুত জল থেকে তুলে নেওয়া প্রয়োজন ৷ এর জন্য নির্দিষ্ট ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন ৷ এখনও নিরঞ্জনের কয়েকদিন পরও কাঠামো জলে পড়ে থাকতে দেখা যায় ৷ যখন চারদিকে নদী রক্ষা করার সঙ্গত দাবি উঠছে, তখন এসব মেনে নেওয়া যায় না ৷”

কী বলছেন বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিনশুভ্র মণ্ডল ?

ABOUT THE AUTHOR

...view details